মিসরের লাক্সরে নতুন প্রত্নতাত্ত্বিক বিস্ময়ের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ২১: ৩০

দক্ষিণ মিসরে নীলনদের তীরে লাক্সরের কাছে প্রাচীন মিসরীয় রানী হাতশেপসুতের সমকালীন চার হাজার বছরের পুরোনো একটি মন্দির ও সমাধিসৌধসহ বিপুল প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। তিন বছরের অনুসন্ধানের পর নীলনদের পশ্চিম তীরে দেইর আল-বাহরি এলাকায় এই নিদর্শনগুলোর সন্ধান পাওয়া গেছে।

বুধবার অনুসন্ধানকারী দলের প্রধান ও দেশটির সাবেক প্রত্নতত্ত্ব-বিষয়ক মন্ত্রী জাহি হাওয়াস এক বিবৃতিতে এ ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি বলেন, ‘এটি আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর চিত্র। প্রথমবারের মতো আমরা প্রাচীন মিসরের ১৮তম রাজবংশের পুরো একটি মন্দিরের সন্ধান পেলাম।’

সন্ধান পাওয়া নিদর্শনগুলোর মধ্যে আরও রয়েছে রানী হাতশেপসুতের অন্ত্যেষ্টিক্রিয়ার মন্দির ও রানী তেতি শেরির সমাধি।

রানী তেতি শেরি ১৮তম রাজবংশের ফারাও প্রথম আহমসের দাদি। মিসরের নিউ কিংডমের প্রথম ফারাও হিসেবে তাকে গণ্য করা হয়।

সমাধিসৌধগুলো থেকে কাঠের তৈরি অলংকৃত কফিন পাওয়া গেছে, যাতে ১৭তম রাজবংশের প্রতীক চিত্রিত রয়েছে। শিশুদের কবরে প্রাচীন সময়ের খেলনাও পাওয়া গেছে।

সমাধিসৌধে ১৫তম থেকে ১৮তম রাজবংশের সমকালীন কবর পাওয়া গেছে। এছাড়া সমাধিসৌধে রানী হাতশেপসুতের নাম-সংবলিত বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের সরঞ্জাম পাওয়া গেছে।

মিসরের পর্যটন খাত জোরদারের তৎপরতার মধ্যেই নতুন এই সন্ধানের ঘোষণা এলো। সংকটের মুখে থাকা দেশটির অর্থনীতির জন্য বিদেশি আয় একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। গত বছর দেশটিতে এক কোটি ৫৭ লাখ পর্যটক ভ্রমণে এসেছেন। চলতি বছর এক কোটি ৮০ লাখের মতো পর্যটক দেশটিতে আকর্ষণ করে নিয়ে আসার পরিকল্পনা চলছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত