মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ৫ কোটি ৫০ লাখের বেশি বিদেশীর রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। যাদের কাছে বৈধ মার্কিন ভিসা রয়েছে, যারা অভিবাসন নিয়ম লঙ্ঘন করেছেন এবং যাদের বহিষ্কার করা সম্ভব তাদের বিষয়ে পর্যালোচনা করে দেখা হবে। খবর আল জাজিরার।
এরআগে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, দেশটি বাণিজ্যিক ট্রাক চালকদের জন্য সকল কর্মী ভিসা প্রদান অবিলম্বে স্থগিত করা হচ্ছে। তিনি সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে লেখেন, ‘বিদেশী ট্রাক চালকরা যুক্তরাষ্ট্রের মানুষের জীবনকে বিপন্ন করছেন এবং তাদের জন্য মার্কিন ট্রাক চালকদের জীবিকার সুযোগ কমে যাচ্ছে।’
পররাষ্ট্রমন্ত্রীর এ ঘোষণার খানিকক্ষণ আগে ৫ কোটি ৫০ লাখের বেশি বিদেশীর রেকর্ড খতিয়ে দেখার খবর সামনে আসে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের করা এক প্রশ্নের লিখিত জবাবে, পররাষ্ট্র দপ্তর বলেছে, সকল মার্কিন ভিসাধারীদের নিরবচ্ছিন্নভাবে যাচাই করা হবে। কোনোভাবে তারা ভিসার অযোগ্য প্রমাণিত হলে তা বাতিল হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে তাকে বহিষ্কার করা হবে।
পররাষ্ট্র দপ্তর আরো জানিয়েছে, নথিপত্রে অসঙ্গতি খুঁজে দেখা হচ্ছে, যার মধ্যে রয়েছে ভিসার মেয়াদ শেষ হওয়া, অপরাধমূলক কার্যকলাপ, জননিরাপত্তার জন্য হুমকি, যেকোনো ধরণের সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকা, অথবা সন্ত্রাসী সংগঠনকে সহায়তা প্রদান করা।
তারা আরো জানায়, ‘আমাদের যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে আমরা হাতে থাকা সকল তথ্য পর্যালোচনা করি।’
জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এরপর থেকে বৈধ মর্যাদাসম্পন্ন এবং অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চলছে।
সরকার শুরুতে বলেছিল কেবল বিপজ্জনক অপরাধীদের লক্ষ্য করা হবে। কিন্তু বাস্তবে প্রতিদিন হাজারো মানুষ গ্রেপ্তার হচ্ছেন। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, চলতি বছরের মধ্যে প্রায় ৪ লাখ মানুষকে বহিষ্কার করতে পারে মার্কিন সরকার।
এরই মধ্যে রেস্তোরাঁ, নির্মাণ সাইট, খামার এবং এমনকি আদালত প্রাঙ্গণে নজিরবিহীন অভিযানে কাজের অনুমতিপ্রাপ্ত অভিবাসীদেরও টার্গেট করা হচ্ছে। আদালতে যারা বৈধ মর্যাদা পাওয়ার জন্য দেওয়ানি শুনানিতে হাজির হচ্ছেন, তাদেরও গ্রেপ্তার করছে অভিবাসন কর্তৃপক্ষ।
একইভাবে শিক্ষা ভিসাধারীরাও ভিসা বাতিলের শিকার হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সপ্তাহের শুরুতে জানায়, এই বছর ছয় হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে।
আরএ


গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তি নিয়ে নতুন শর্ত দিলেন নেতানিয়াহু