আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টানা বৃষ্টিতে ডুবে গেছে নয়াদিল্লি, ২০০ ফ্লাইট বাতিল

আমার দেশ অনলাইন

টানা বৃষ্টিতে ডুবে গেছে নয়াদিল্লি, ২০০ ফ্লাইট বাতিল

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ভারতের রাজধানী নয়াদিল্লির একাধিক এলাকা পানিতে ডুবে গেছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, সামনে আরো কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রাজধানীর পঞ্চকুইয়ান মার্গ, মথুরা রোড, মিন্টো ব্রিজ, বিজয় চক, মোতিবাগ, রাফি মার্গ, রাও তুলারাম মার্গ, নিজামউদ্দিন ফ্লাইওভার ও আশপাশের এলাকাসহ বেশ কিছু অঞ্চল জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে।

গত শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টি কখনো থেমে থেমে, আবার কখনো একটানা চলছে। বৈরী আবহাওয়ার কারণে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত ২০০-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

আইএমডি জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবেই এই বৃষ্টিপাত হচ্ছে এবং এর সঙ্গে ঝড়ো হাওয়াও থাকতে পারে। আগামী কয়েক দিন এমন আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এ সময় রাজধানীর তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন ২৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে।

সাধারণত দিল্লিতে বর্ষাকাল দুই মাস— জুন ও জুলাই। আগস্টে এমন দীর্ঘ ও টানা বৃষ্টিপাত শহরে বেশ বিরল ঘটনা।

সূত্র: এনডিটিভি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন