গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের কর্মকাণ্ডকে গণহত্যা ঘোষণা করে একটি প্রস্তাব উত্থাপন করেছেন কংগ্রেসওম্যান রাশিদা তালিবের নেতৃত্বে ২১ মার্কিন প্রতিনিধি। এটি ওয়াশিংটনের দীর্ঘস্থায়ী ইসরাইলি সমর্থনের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ।
শুক্রবার (১৪ নভেম্বর) দাখিল করা এই প্রস্তাবে যুক্তি দেওয়া হয়েছে, ইসরাইলের বাহিনী আন্তর্জাতিক আইনে সংজ্ঞায়িত ‘গণহত্যা সম্পৃক্ত কাজ’ করেছে। যার মধ্যে রয়েছে সরাসরি গণহত্যা, জোরপূর্বক অনাহার, ব্যাপক বাস্তুচ্যুতি এবং গাজার স্বাস্থ্য, পানি এবং বেসামরিক অবকাঠামোর ‘পরিকল্পিত ধ্বংস’।
প্রস্তাবে ইসরা ইলের কর্মকর্তাদের এমন বিবৃতিগুলোকে ইঙ্গিত করা হয়েছে, যা বলে স্পষ্ট গণহত্যার দিকে নির্দেশ করে।এর মধ্যে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের একটি বক্তব্যের কথা বলা হয়েছে, গ্যালান্ট ৯ অক্টোবর ২০২৩ সালে ঘোষণা দিয়েছিলেন, ‘বিদ্যুৎ, খাবার, পানি, জ্বালানি গাজায় প্রবেশ করবে না, উপত্যকাটিকে সম্পূর্ণ অবরোধের ঘোষণা দেয় হয়েছিল।
কংগ্রেসের একমাত্র ফিলিস্তিনি আমেরিকান তালিব বলেছেন, ‘গাজায় ইসরাইলের সরকারের গণহত্যা শেষ হয়নি, এবং আমরা পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এটি শেষ হবে না," তিনি মার্কিন সরকারে সমালোচনা করে বলেন, যুদ্ধাপরাধ এবং জাতিগত নির্মূলের জন্য মার্কিন সরকার ইসরাইলকে ‘ফাঁকা চেক’ প্রদান করেছেন।
তিনি আরো বলেছেন, ‘ফিলিস্তিনি শিশুদের 'মেড ইন ইউএসএ' লেখা বোমা এবং বুলেট দ্বারা হত্যা করা হচ্ছে।
প্রস্তাবটিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে গণহত্যা কনভেনশনের অধীনে তার বাধ্যবাধকতা পূরণের আহ্বান জানানো হয়েছে। এছাড়া আরো বলা হয়েছে, গণহত্যা নির্ধারণের চারপাশে ইতোমধ্যেই একটি বিস্তৃত আন্তর্জাতিক ঐকমত্য তৈরি হয়েছে।
এর আগে সেপ্টেম্বরে, জাতিসংঘের একটি কমিশন আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়ছে যে ইসরাইলের গণহত্যা করেছে, অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বর্তমান কংগ্রেসে এই প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা কম। কেননা, উভয় পক্ষেরই ইসরাইলের প্রতি জোরালো সমর্থন রয়েছে। কিন্তু এর প্রবর্তন মার্কিন নীতি নিয়ে ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে ক্রমবর্ধমান বিভাজনের উপর জোর দেয়, কারণ গাজায় ধ্বংসযজ্ঞের মাত্রা বিক্ষোভ, আইনি চ্যালেঞ্জ এবং ট্রাম্প প্রশাসনের উপর অধিকার গোষ্ঠী এবং মানবিক সংস্থাগুলির ক্রমবর্ধমান চাপকে উস্কে দিচ্ছে।
সূত্র: নিউ আরব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

