ট্রাম্পের নিষেধাজ্ঞা হুমকির জবাবে যা বললো ক্রেমলিন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৩৫
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৪৯
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই ক্রেমলিন জানিয়েছে, যেকোনো ধরনের নিষেধাজ্ঞা রাশিয়াকে ইউক্রেন নীতিতে পরিবর্তন আনতে বাধ্য করতে পারবে না।

সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, "কোনও নিষেধাজ্ঞা রাশিয়ান ফেডারেশনকে আমাদের রাষ্ট্রপতি যেই ধারাবাহিক অবস্থানের কথা বারবার বলেছেন, তা পরিবর্তন করতে বাধ্য করতে পারবে না।"

পশ্চিমা বিশ্ব ২০১৪ সালে ক্রিমিয়ার অধিগ্রহণ এবং ২০২২ সালের ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার উপর হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার লক্ষ্য ছিল দেশটির অর্থনীতি দুর্বল করা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি জনসমর্থন হ্রাস করা।

তবে পুতিন দাবি করেছেন, রাশিয়ার অর্থনীতি ভালোভাবে টিকে আছে এবং তা জি৭ দেশগুলোর তুলনায় দ্রুত বাড়ছে। তিনি দেশীয় ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে, রোববার ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত রয়েছেন। যা রাশিয়ার অর্থনীতিকে ‘ধ্বংস’ করতে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেওয়ার হচ্ছে। মূলত ইউক্রেন যুদ্ধ এবং মস্কোর তেল বিক্রয়কে লক্ষ্য করে হতে পারে। একইসঙ্গে সোমবার ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানান, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি চলছে এবং তা যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে নেওয়া হবে।

পেসকভ মন্তব্য করেন, "ইউরোপ এবং ইউক্রেন যুক্তরাষ্ট্রকে তাদের কৌশলগত কক্ষপথে নিয়ে আসতে সর্বাত্মক চেষ্টা করছে।" তিনি আরও বলেন, কূটনৈতিকভাবে সংঘাত সমাধান করাই ক্রেমলিনের পছন্দ, কিন্তু যদি তা সম্ভব না হয়, তবে পুতিন যাকে "বিশেষ সামরিক অভিযান" বলছেন, তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, একাধিক পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ২০২৩ সালে রাশিয়ার অর্থনীতি ৪.১% এবং ২০২৪ সালে ৪.৩% হারে বৃদ্ধি পেয়েছে। তবে চলতি বছর উচ্চ সুদের হার ও মুদ্রাস্ফীতির কারণে অর্থনীতি ধীর হয়ে পড়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত