আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৪ সেনা নিহত

আমার দেশ অনলাইন

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৪ সেনা নিহত
ছবি: দ্য ডন

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলায় চার সেনা নিহত হয়েছেন। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল খারিজির সন্ত্রাসীরা বোয়া এলাকায় অবস্থিত নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে হামলা চালায়। খবর দ্য ডনের।

নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীদের ক্ষেত্রে পাকিস্তানে ‘ফিতনা আল-খারিজি’ শব্দটি ব্যবহার করে।

বিজ্ঞাপন

আইএসপিআর আরো জানিয়েছে, ‘সন্ত্রাসীরা প্রথমে ক্যাম্পের বাইরের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করলেও দ্রুত ও দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার ফলে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। পরে তারা ক্যাম্পের প্রাচীরের ওপর একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আঘাত করে। যার ফলে প্রাচীরটি ধসে পড়ে এবং একটি মসজিদসহ বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়’।

বিবৃতিতে বলা হয়, বোমা হামলায় আশপাশের বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ১৫ জন বেসামরিক মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া তীব্র গুলিবিনিময়ের ঘটনাও ঘটে দু’পক্ষের মধ্যে। এতে ৪ সেনা সদস্য নিহত হন।

আইএসপিআর জানায়, নিহতদের মধ্যে রয়েছেন- হাবিলদার মোহাম্মদ ওয়াকাস (৪২, জেলা কোটলি), নায়েক খানওয়াইজ (৩৮, জেলা মানসেহরা), সিপাহি সুফিয়ান হায়দার (২৫, জেলা ভেহারি) ও সিপাহি রিফাত (৩২, জেলা লেইয়াহ)।

সেনাবাহিনী আরো জানায়, ‘এই সন্ত্রাসী হামলার পরিকল্পনা করে আফগানিস্তানভিত্তিক খারিজিরা এই হামলার পরিকল্পিত ও বাস্তবায়ন করে। তবে আফগান সরকারের দাবি, ‘তাদের ভূখণ্ড থেকে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো পরিচালিত হচ্ছে না’।

আইএসপিআরের বিবৃতিতে আরো বলা হয়, পাকিস্তান আশা করে আফগান তালেবান সরকার তাদের বাধ্যবাধকতা পূরণ করবে এবং খারিজিদের পাকিস্তানের বিরুদ্ধে তাদের ভূমি ব্যবহার করা বন্ধ করবে।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন