আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভেনেজুয়েলায় পুতুল সরকার বসাতে চায় যুক্তরাষ্ট্র: মাদুরো

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলায় পুতুল সরকার বসাতে চায় যুক্তরাষ্ট্র: মাদুরো
ছবি: আরটি

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্র তার উপনিবেশে পরিণত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার দাবি, দেশটির তেল সম্পদ দখলে নিতে তাকে ক্ষমতাচ্যুত করে একটি পুতুল সরকার বসাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভেনেজুয়েলার বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের হুমকি এবং তেল অবরোধকে ‘বর্বর কূটনীতি’ বলে প্রত্যাখ্যান করেছেন মাদুরো।

বিজ্ঞাপন

বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র কারাকাসে একটি ‘পুতুল সরকার’ চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। ভেনেজুয়েলার বিরুদ্ধে ক্রমাগত হুমকিকে তিনি ‘যুদ্ধবাদী’ নীতি বলে বর্ণনা করেছেন। মাদুরোর দাবি, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ভেনেজুয়েলার সংবিধান, সার্বভৌমত্ব এবং প্রাকৃতিক সম্পদ দখল করা।

মাদুরো বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) ভেনেজুয়েলায় শাসনব্যবস্থার পরিবর্তন চায় যাতে একটি পুতুল সরকার চাপিয়ে দেয়া যায়-যা সংবিধান, সার্বভৌমত্ব এবং আমাদের সকল সম্পদ হস্তান্তর করবে এবং দেশকে একটি উপনিবেশে পরিণত করবে।’ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘এটা ঘটবে না- কখনো হবে না।’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলা সরকারকে ‘বিদেশী সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করেছেন এবং তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তেল ও অন্যান্য সম্পদ চুরি করার অভিযোগ করেছেন।

সূত্র: আরটি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন