আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরীয় শরণার্থীদের ঘরে ফিরতে জার্মানির হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

সিরীয় শরণার্থীদের ঘরে ফিরতে জার্মানির হুঁশিয়ারি
জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ

জার্মানিতে থাকা সিরীয় শরণার্থীদের নিজ দেশে ফেরার এক কঠোর বার্তা দিয়েছেন জার্মানের চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ। তিনি বলেছেন, সিরীয় শরণার্থীদের এখনই বাড়ি ফিরে যেতে হবে, নতুবা নির্বাসনের মুখোমুখি হতে হবে।

সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম নিউ আরব এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

মার্জ উত্তর জার্মানির হুসুম সফরকালে অভিবাসন সম্পর্কে সর্বশেষ মন্তব্যে বলেছেন, ১৩ বছরের নৃশংস যুদ্ধ থেকে পালিয়ে আসা সিরীয়দের জার্মানিতে আশ্রয় নেওয়ার এখন আর কোনও কারণ নেই।যারা তাদের দেশে ফিরে যেতে অস্বীকৃতি জানায়, তাদেরকে আমরা অবশ্যই বহিষ্কার করব।

যদিও এর আগে দামেস্ক সফরকালে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বৃহস্পতিবার বলেছিলেন, যুদ্ধের ফলে দেশের বেশিরভাগ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, যার কারণে সিরীয়দের ফিরে আসার সম্ভাবনা খুবই সীমিত।

এই বিবৃতি মার্জ এবং ওয়াদেফুলের রক্ষণশীল খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়নের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যারা অভিবাসনের বিস্ফোরক ইস্যুতে অতি-ডানপন্থী দলগুলির দ্বারা পিছিয়ে পড়া এড়াতে লড়াই করছে।

জার্মানিতে প্রায় দশ লক্ষ সিরীয় বাস করেন, যাদের বেশিরভাগই ২০১৫ এবং ২০১৬ সালে ব্যাপকভাবে দেশত্যাগের মাধ্যমে যুদ্ধ থেকে পালিয়ে এসেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন