আমার দেশ অনলাইন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিচার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনে বিচার দাবি করেছেন তিনি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের দাবি, ডোনাল্ড ট্রাম্পকে হেয় করতে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রে জড়িত ছিলেন ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। তার অভিযোগ, ‘ওবামা ও তার প্রশাসনের কর্মকর্তারা ২০১৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়লাভকে রাশিয়ার হস্তক্ষেপ হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করেছেন।’
শুক্রবার এক বিবৃতিতে তুলসি গ্যাবার্ড বলেন, ‘২০১৬ সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ট্রাম্পের জয়ের পর ওবামা এবং তার জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা বছরের পর বছর ধরে চলা এক ষড়যন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন।’
তার দাবি, ট্রাম্পের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য জাল করে অভিযোগ করা হয়েছিল যে রাশিয়া নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল।
গ্যাবার্ড আরও বলেন, ‘যেসব নথি আমরা প্রকাশ করছি, তা স্পষ্ট করে যে ২০১৬ সালে সরকারের শীর্ষপর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানো এবং জনগণের রায়কে বাতিল করা।’
তিনি বলেন, ‘এই ষড়যন্ত্রে যারা জড়িত, তারা যতই ক্ষমতাশালী হোন না কেন, তদন্ত করে আইনের আওতায় আনতে হবে। যাতে ভবিষ্যতে কেউ আর এমন চেষ্টা না করে।’
গ্যাবার্ড জানান, তিনি তার মামলার জন্য বিচার বিভাগে নথি জমা দিচ্ছেন।
তুলসী গ্যাবার্ড অভিযোগ করেন, ওবামা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমকে ভুল তথ্য দিয়েছিলেন। যেখানে বলা হয়, রাশিয়া সাইবার হামলা ও হ্যাকিংয়ের মাধ্যমে নির্বাচনের ফলকে প্রভাবিত করেছে।
আরএ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিচার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনে বিচার দাবি করেছেন তিনি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের দাবি, ডোনাল্ড ট্রাম্পকে হেয় করতে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রে জড়িত ছিলেন ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। তার অভিযোগ, ‘ওবামা ও তার প্রশাসনের কর্মকর্তারা ২০১৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়লাভকে রাশিয়ার হস্তক্ষেপ হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করেছেন।’
শুক্রবার এক বিবৃতিতে তুলসি গ্যাবার্ড বলেন, ‘২০১৬ সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ট্রাম্পের জয়ের পর ওবামা এবং তার জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা বছরের পর বছর ধরে চলা এক ষড়যন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন।’
তার দাবি, ট্রাম্পের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য জাল করে অভিযোগ করা হয়েছিল যে রাশিয়া নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল।
গ্যাবার্ড আরও বলেন, ‘যেসব নথি আমরা প্রকাশ করছি, তা স্পষ্ট করে যে ২০১৬ সালে সরকারের শীর্ষপর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানো এবং জনগণের রায়কে বাতিল করা।’
তিনি বলেন, ‘এই ষড়যন্ত্রে যারা জড়িত, তারা যতই ক্ষমতাশালী হোন না কেন, তদন্ত করে আইনের আওতায় আনতে হবে। যাতে ভবিষ্যতে কেউ আর এমন চেষ্টা না করে।’
গ্যাবার্ড জানান, তিনি তার মামলার জন্য বিচার বিভাগে নথি জমা দিচ্ছেন।
তুলসী গ্যাবার্ড অভিযোগ করেন, ওবামা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমকে ভুল তথ্য দিয়েছিলেন। যেখানে বলা হয়, রাশিয়া সাইবার হামলা ও হ্যাকিংয়ের মাধ্যমে নির্বাচনের ফলকে প্রভাবিত করেছে।
আরএ
ভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
২৮ মিনিট আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৪১ মিনিট আগেগাজায় সাফল্য অর্জনের জন্য যে অনুকূল পরিস্থিতি পেয়েছিল ট্রাম্পের প্রধান কূটনৈতিক মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও তার দল, সেটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তৈরি করা কঠিন হতে পারে, কারণ এই যুদ্ধ প্রায় চার বছর ধরে চলছে।
১ ঘণ্টা আগেইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে।
২ ঘণ্টা আগে