কারাকাসে মার্কিন হামলা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যকার উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে স্পেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শনিবার স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটি পরিস্থিতি শান্ত রাখতে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখতে প্রস্তুত।
স্পেন জানিয়েছে, তারা ২০২৪ সালের ২৮ জুলাই অনুষ্ঠিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেয়নি। ওই নির্বাচনে ন্যাশনাল ইলেক্টরাল কাউন্সিল (সিএনই) নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করলেও বিরোধীরা ফল প্রত্যাখ্যান করে। নির্বাচনের পর বিরোধী প্রার্থী গনসালেজ উরুতিয়া দেশ ছেড়ে স্পেনের রাজধানী মাদ্রিদে আশ্রয় নেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক কারণে দেশ ছাড়তে বাধ্য হওয়া হাজার হাজার ভেনেজুয়েলানকে স্পেন ইতোমধ্যে আশ্রয় দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। পাশাপাশি ভেনেজুয়েলার জন্য একটি গণতান্ত্রিক, আলোচনার মাধ্যমে অর্জিত ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে সহায়তা করতে স্পেন প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে সিএনই ভোটকেন্দ্রভিত্তিক বিস্তারিত ফল প্রকাশ না করে সাইবার হামলার অভিযোগ তুলে মাদুরোকে বিজয়ী ঘোষণা করে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

