মেক্সিকোতে ভারি বৃষ্টিপাতে নিহত ২৮

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১৯: ৪৭

মেক্সিকোতে ভারি বৃষ্টিপাতের কারণে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তুমুল বৃষ্টির কারণে একাধিক ভূমিধস, বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং নদী বাঁধ উপচে স্থানীয় এলাকাগুলোতে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

দেশটির হিদালগো রাজ্যের বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত এক হাজার বাড়ি ও শতাধিক স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। পুয়েবলো রাজ্যের গভর্নর আলেহান্দ্রো আরমেন্তা জানিয়েছেন, ভূমিধসসহ অন্যান্য ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। ভেরাক্রুজ রাজ্যেও দুটি মৃত্যুর খবর পাওয়া গেছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এক্সে জানান, জরুরি সেবা প্রদান, রাস্তা খোলা রাখা এবং বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের জন্য কাজ চলছে। তিনি ত্রাণকর্মীদের কোমর সমান পানি পেরিয়ে মানুষের সহায়তায় এগিয়ে যাওয়ার ছবি শেয়ার করেছেন।

নৌবাহিনীর একটি ভিডিওতে দেখা গেছে, তারা পোজা রিকা শহরের রাস্তায় গলা পর্যন্ত পানি থেকে আটকে থাকা মানুষদের উদ্ধার করার চেষ্টা করছে। ভারি বর্ষণ এবং কাজোনেস নদী উপচে পড়ায় ভেরাক্রুজ শহরের বেশিরভাগ অংশই পানিতে ডুবে গেছে।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বন্যাদুর্গত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কাজ চালাতে ৫ হাজার ৪০০ সেনা মোতায়েন করা হয়েছে। এদিকে, রেমন্ড ও প্রিসিলা নামের দুটি ঝড় এখনো বাহা ক্যালিফোর্নিয়া উপদ্বীপ ও মেক্সিকোর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ভারী বৃষ্টিপাত অব্যাহত রেখেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত