আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় যা ঘটছে তা একেবারেই অগ্রহণযোগ্য: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় যা ঘটছে তা একেবারেই অগ্রহণযোগ্য: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজায় সামরিক অভিযানকে “অত্যন্ত অগ্রহণযোগ্য” বলে অভিহিত করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন।

বুধবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, “নেতানিয়াহু পুরো পরিস্থিতি হারিয়ে ফেলেছেন। গাজা সিটিতে ইসরায়েলের এই সাম্প্রতিক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ বন্ধ করে দিতে পারে।”

লাকসন আরও বলেন, “নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করছেন, যা একেবারেই অগ্রহণযোগ্য।”

লাকসনের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন নিউজিল্যান্ড সরকার ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর পদাঙ্ক অনুসরণ করে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি প্রদানের বিষয়টি বিবেচনা করছে।

একই সঙ্গে, নিউজিল্যান্ড পার্লামেন্টে গাজার পরিস্থিতি নিয়ে তীব্র বিতর্ক চলছে।

আন্তর্জাতিক মহলে গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত অক্টোবর থেকে চলা ইসরাইলি সামরিক অভিযানে প্রায় ৬১,৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি, আন্তর্জাতিক বিচার আদালত গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করার জন্য মামলা দায়ের করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন