দুইদিনে নিহত ৭৪৫
আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত অস্ত্রধারীদের সঙ্গে দেশটির নতুন গঠিত নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয় বৃহস্পতিবার রাতে। এই দিন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে এ সংঘর্ষে অন্তত ৪৮ জন নিহত হন।
এই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত সেখানে কারফিউ ঘোষণা করা হয়। কিন্তু কারফিউর মধ্যেই চলে দুই পক্ষের সংঘর্ষ। এতে আলাভি গোষ্ঠী অধ্যুষিত লাতাকিয়ায় কয়েকশ বেসামরিক নাগরিক প্রাণ হারায়। ব্রিটিশভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার ও শনিবার আলাভিদের লক্ষ্য করে প্রায় ৩০টি ‘গণহত্যা’ চালানো হয়।
এতে প্রায় ৭৪৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই অঞ্চল থেকে শত শত মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। তাদের সঙ্গে এই আলাভি সম্প্রদায়ের জনগোষ্ঠীও রয়েছে।
এসওএইচআরের তথ্যমতে, গত দুই দিনে সিরিয়ায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এটি গত ডিসেম্বরে আসাদ সরকার উৎখাতের পর থেকে সবচেয়ে বড় সহিংসতা। এই সংখ্যার মধ্যে আসাদের অনুগত কয়েক ডজন সরকারি সেনা এবং বন্দুকধারীও রয়েছে।
নিহতদের মধ্যে সরকারপন্থি বাহিনী ও আসাদ-সমর্থিত মিলিশিয়া যোদ্ধারাও রয়েছেন। উপকূলীয় লাতাকিয়া ও তার্তুস প্রদেশে বৃহস্পতিবার থেকে এই সংঘর্ষ চলছে।
এসওএইচআরের প্রতিবেদন অনুসারে, এই সহিংসতায় ইসলামপন্থি সরকারি নিরাপত্তা বাহিনীর প্রায় ১২৫ জন সদস্য এবং আসাদ সমর্থক ১৪৮ জন যোদ্ধা নিহত হয়েছেন। সিরিয়ার জনসংখ্যার বেশির ভাগই সুন্নি মুসলিম। আর ১০ শতাংশ শিয়া সম্প্রদায়ের আলাভি গোষ্ঠীর অন্তর্ভুক্ত।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে বলেছেন, ‘বিশ্বাসঘাতক হামলার’ পর সরকার পরিস্থিতি পুনরায় নিয়ন্ত্রণে এনেছে।
শুক্রবার শহরের একজন কর্মী বিবিসিকে জানিয়েছে, এই সহিংসতার ফলে আলাভি সম্প্রদায় ভয়াবহ অবস্থায় পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে পালিয়ে গেছে শত শত মানুষ। লাতাকিয়ার হামেইমিমে অবস্থিত একটি রাশিয়ান সামরিক ঘাঁটিতে আশ্রয় চেয়েছে অনেকেই। অনেকেই পালিয়ে গেছে পার্শ্ববর্তী লেবাননে।
এদিকে বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত গিয়ার পেডারসেন। তিনি উভয় পক্ষকে এ ধরনের সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত অস্ত্রধারীদের সঙ্গে দেশটির নতুন গঠিত নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয় বৃহস্পতিবার রাতে। এই দিন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে এ সংঘর্ষে অন্তত ৪৮ জন নিহত হন।
এই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত সেখানে কারফিউ ঘোষণা করা হয়। কিন্তু কারফিউর মধ্যেই চলে দুই পক্ষের সংঘর্ষ। এতে আলাভি গোষ্ঠী অধ্যুষিত লাতাকিয়ায় কয়েকশ বেসামরিক নাগরিক প্রাণ হারায়। ব্রিটিশভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার ও শনিবার আলাভিদের লক্ষ্য করে প্রায় ৩০টি ‘গণহত্যা’ চালানো হয়।
এতে প্রায় ৭৪৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই অঞ্চল থেকে শত শত মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। তাদের সঙ্গে এই আলাভি সম্প্রদায়ের জনগোষ্ঠীও রয়েছে।
এসওএইচআরের তথ্যমতে, গত দুই দিনে সিরিয়ায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এটি গত ডিসেম্বরে আসাদ সরকার উৎখাতের পর থেকে সবচেয়ে বড় সহিংসতা। এই সংখ্যার মধ্যে আসাদের অনুগত কয়েক ডজন সরকারি সেনা এবং বন্দুকধারীও রয়েছে।
নিহতদের মধ্যে সরকারপন্থি বাহিনী ও আসাদ-সমর্থিত মিলিশিয়া যোদ্ধারাও রয়েছেন। উপকূলীয় লাতাকিয়া ও তার্তুস প্রদেশে বৃহস্পতিবার থেকে এই সংঘর্ষ চলছে।
এসওএইচআরের প্রতিবেদন অনুসারে, এই সহিংসতায় ইসলামপন্থি সরকারি নিরাপত্তা বাহিনীর প্রায় ১২৫ জন সদস্য এবং আসাদ সমর্থক ১৪৮ জন যোদ্ধা নিহত হয়েছেন। সিরিয়ার জনসংখ্যার বেশির ভাগই সুন্নি মুসলিম। আর ১০ শতাংশ শিয়া সম্প্রদায়ের আলাভি গোষ্ঠীর অন্তর্ভুক্ত।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে বলেছেন, ‘বিশ্বাসঘাতক হামলার’ পর সরকার পরিস্থিতি পুনরায় নিয়ন্ত্রণে এনেছে।
শুক্রবার শহরের একজন কর্মী বিবিসিকে জানিয়েছে, এই সহিংসতার ফলে আলাভি সম্প্রদায় ভয়াবহ অবস্থায় পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে পালিয়ে গেছে শত শত মানুষ। লাতাকিয়ার হামেইমিমে অবস্থিত একটি রাশিয়ান সামরিক ঘাঁটিতে আশ্রয় চেয়েছে অনেকেই। অনেকেই পালিয়ে গেছে পার্শ্ববর্তী লেবাননে।
এদিকে বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত গিয়ার পেডারসেন। তিনি উভয় পক্ষকে এ ধরনের সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
উগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
৩১ মিনিট আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
২ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৩ ঘণ্টা আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৩ ঘণ্টা আগে