আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় হামলা চলছেই, নিহত ৫৩ হাজার ৬শ ছুঁই ছুঁই

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় হামলা চলছেই, নিহত ৫৩ হাজার ৬শ ছুঁই ছুঁই
ছবি: এএফপি

গাজা ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর বর্বরতা চলছেই। গত ২৪ ঘণ্টায় আরো ৮৭ লাশ উদ্ধার করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৩ হাজার ৫৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বিজ্ঞাপন

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গাজায় গত ২৪ ঘণ্টায় ৮৭টি মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এসময়ে আহত ২৯০ জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২১ হাজার ৬৮৮ জনে। এখনো বহু লাশ ধ্বংসস্তূপ ও রাস্তার পাশে পড়ে আছে। কিন্তু টানা হামলা ও রাস্তা বন্ধ থাকার কারণে উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন