যুক্তরাষ্ট্রের মন পেতে যা করতে চান পাকিস্তানি সেনাপ্রধান

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৩: ৫৮
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৪: ০১

পাকিস্তানের গোয়াদর জেলার পাশনি শহরে একটি বন্দর গড়ে তোলার জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস।

বিজ্ঞাপন

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগেই আসিম মুনিরের উপদেষ্টারা কয়েকজন মার্কিন কর্মকর্তার কাছে এ প্রস্তাব তুলে ধরেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মুনিরকেও এ পরিকল্পনা সম্পর্কে জানানো হয়েছিল। তবে প্রস্তাবিত পরিকল্পনায় বন্দরটিকে মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহারের সুযোগ রাখা হয়নি; বরং বন্দরের সঙ্গে পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় খনিজসমৃদ্ধ প্রদেশগুলোর রেল সংযোগ গড়ে তুলতে কিছু পরিকল্পনা রাখা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, মার্কিন বিনিয়োগকারীরা এ বন্দর নির্মাণ ও পরিচালনা করবে। মার্কিন বিনিয়োগকারীরা মৎস্যনির্ভর এই শহরকে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ রপ্তানির টার্মিনালে রূপান্তর করবে, যার মাধ্যমে পাকিস্তানের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে।

আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী এলাকা পাশনি বেলুচিস্তান প্রদেশে অবস্থিত। এই অঞ্চল ইরান সীমান্ত থেকে মাত্র ১০০ মাইল এবং চীন নিয়ন্ত্রিত গোয়াদর বন্দর থেকে মাত্র ৭০ মাইল দূরে অবস্থিত।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত