হিজবুল্লাহর হুমকি
আমার দেশ অনলাইন
ইসরাইলি আক্রমণের মুখে অস্ত্র সমর্পণ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী জানায়, নিরস্ত্রীকরণের সময়সীমা নয় বরং ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের বিষয়েই জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আলোচনা করতে হবে। খবর আল জাজিরার।
মঙ্গলবার গোপন স্থান থেকে দেওয়া টেলিভিশন ভাষণে কাসেম বলেন, ‘হিজবুল্লাহর প্রতিরোধ ব্যবস্থা সূক্ষ্ম, শক্তিশালী এবং লেবাননের সার্বভৌমত্ব ও স্বাধীনতার জন্য লড়াই করার জন্য প্রস্তুত। ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে লেবাননকে রক্ষা করতে হিজবুল্লাহ ব্যাপক ত্যাগ স্বীকার করেছে।’
তিনি সতর্ক করে বলেন, যদি ইসরাইল আবারো ব্যাপক হামলা শুরু করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যাপকহারে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।
তিনি আরো বলেন, ‘হিজবুল্লাহ, লেবাননের সেনাবাহিনী এবং লেবাননের জনগণ নিজেদের রক্ষা করবে। আট মাস ধরে তারা যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে, তা এক ঘন্টার মধ্যে ভেঙে পড়বে।’
মঙ্গলবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সভাপতিত্বে ছয় ঘন্টার মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করা হয়, সেনাবাহিনীকে বছরের শেষ নাগাদ সকল অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার দায়িত্ব দেওয়া হবে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বৈঠকের পর ‘অস্ত্র রাখার একচেটিয়া অধিকার ধরে রাখা রাষ্ট্রের দায়িত্ব’ বলে উল্লেখ করেন।
এরআগে, সোমবার রাতে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ সমর্থকরা নিরস্ত্রীকরণের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাদের আশ্বস্ত করতে হিজবুল্লাহ নেতা টেলিভিশন ভাষণে অস্ত্র সমর্পণের বিষয়টি নাকচ করে করে দেন।
হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণ করতে বাধ্য করতে লেবাননের ওপর চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধ শেষ করার জন্য নভেম্বরে ইসরাইল হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি স্বাক্ষর করলেও প্রায় প্রতিদিনই তা লঙ্ঘন করছে।
সাম্প্রতিক মাসগুলোতে, যুক্তরাষ্ট্র এবং লেবানন নিরস্ত্রীকরণের জন্য একটি রোডম্যাপ নিয়ে আলোচনা করছে। লেবাননের নতুন নেতৃত্ব তার ভূখণ্ডজুড়ে কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এখন পর্যন্ত হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এড়িয়ে চলেছে।
আরএ
ইসরাইলি আক্রমণের মুখে অস্ত্র সমর্পণ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী জানায়, নিরস্ত্রীকরণের সময়সীমা নয় বরং ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের বিষয়েই জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আলোচনা করতে হবে। খবর আল জাজিরার।
মঙ্গলবার গোপন স্থান থেকে দেওয়া টেলিভিশন ভাষণে কাসেম বলেন, ‘হিজবুল্লাহর প্রতিরোধ ব্যবস্থা সূক্ষ্ম, শক্তিশালী এবং লেবাননের সার্বভৌমত্ব ও স্বাধীনতার জন্য লড়াই করার জন্য প্রস্তুত। ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে লেবাননকে রক্ষা করতে হিজবুল্লাহ ব্যাপক ত্যাগ স্বীকার করেছে।’
তিনি সতর্ক করে বলেন, যদি ইসরাইল আবারো ব্যাপক হামলা শুরু করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যাপকহারে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।
তিনি আরো বলেন, ‘হিজবুল্লাহ, লেবাননের সেনাবাহিনী এবং লেবাননের জনগণ নিজেদের রক্ষা করবে। আট মাস ধরে তারা যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে, তা এক ঘন্টার মধ্যে ভেঙে পড়বে।’
মঙ্গলবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সভাপতিত্বে ছয় ঘন্টার মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করা হয়, সেনাবাহিনীকে বছরের শেষ নাগাদ সকল অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার দায়িত্ব দেওয়া হবে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বৈঠকের পর ‘অস্ত্র রাখার একচেটিয়া অধিকার ধরে রাখা রাষ্ট্রের দায়িত্ব’ বলে উল্লেখ করেন।
এরআগে, সোমবার রাতে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ সমর্থকরা নিরস্ত্রীকরণের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাদের আশ্বস্ত করতে হিজবুল্লাহ নেতা টেলিভিশন ভাষণে অস্ত্র সমর্পণের বিষয়টি নাকচ করে করে দেন।
হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণ করতে বাধ্য করতে লেবাননের ওপর চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধ শেষ করার জন্য নভেম্বরে ইসরাইল হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি স্বাক্ষর করলেও প্রায় প্রতিদিনই তা লঙ্ঘন করছে।
সাম্প্রতিক মাসগুলোতে, যুক্তরাষ্ট্র এবং লেবানন নিরস্ত্রীকরণের জন্য একটি রোডম্যাপ নিয়ে আলোচনা করছে। লেবাননের নতুন নেতৃত্ব তার ভূখণ্ডজুড়ে কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এখন পর্যন্ত হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এড়িয়ে চলেছে।
আরএ
আরব সাগরে অভিযান চালিয়ে প্রায় এক বিলিয়ন ডলারের মাদক জব্দ করেছে পাকিস্তানের নৌবাহিনী। বুধবার (২২ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন যৌথ সামুদ্রিক জোট কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অংশ হিসেবে পাকিস্তানি নৌবাহিনী এ অভিযান পরিচালনা করা হয়।
১৩ মিনিট আগেখামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টে জানান, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়ে আমেরিকার নানা প্রান্তে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। যদি আপনি (ট্রাম্প) এতটাই সক্ষম হন, তবে বিক্ষোভকে দমন করুন।
৪৪ মিনিট আগেহোয়াইট হাউস দাবি করছে, এই প্রকল্পে সরকারি অর্থ ব্যবহার হবে না, বরং ভবিষ্যতের প্রশাসনগুলিও সুবিধা পাবে। তবে বিশেষজ্ঞদের মতে, বলরুমটি ভবিষ্যতে রাজনৈতিক ফান্ডরেইজিংয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে—যা সরকারি প্রভাবের বিনিময়ে অর্থ আদায়ের নতুন রূপ।
১ ঘণ্টা আগেগুগলের ক্রোমকে চ্যালেঞ্জ জানাতে নিজস্ব ওয়েব ব্রাউজার উন্মোচন করেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। ওপেনএআই তাদের নতুন এই ব্রাউজারের নাম দিয়েছে ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’।
১ ঘণ্টা আগে