আমেরিকা মহাদেশ কোনো দেশ বা শক্তির মালিকানাধীন নয়—এ মন্তব্য করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম। সোমবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, এই মহাদেশ কোনো মতবাদ বা প্রভাবের অধীনে নয়; এটি এখানকার প্রতিটি দেশের জনগণের।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযান প্রসঙ্গে পশ্চিম গোলার্ধে ওয়াশিংটনের ‘প্রাধান্য’ থাকার কথা বলেন। তিনি এ অভিযানে মনরো ডকট্রিনের আধুনিক রূপের কথা উল্লেখ করেন।
মনরো ডকট্রিন ১৮২৩ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জেমস মনরো ঘোষণা করেছিলেন, যেখানে বলা হয়েছিল লাতিন আমেরিকা ইউরোপীয় শক্তির হস্তক্ষেপের বাইরে থাকবে।
এই প্রেক্ষাপটে শেইনবাউমের বক্তব্যকে যুক্তরাষ্ট্রের অবস্থানের সরাসরি জবাব হিসেবে দেখা হচ্ছে। তিনি স্পষ্ট করে জানান, আমেরিকা মহাদেশ কোনো একটি শক্তির নয়, বরং এটি স্বাধীন ও সার্বভৌম দেশগুলোর মানুষের।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

