আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আলোচনায় তুরস্ক

আমার দেশ অনলাইন

পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আলোচনায় তুরস্ক
ছবি: জিও নিউজ

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আলোচনা করছে তুরস্ক । জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনা অনেক দূর এগিয়েছে। সেইসঙ্গে এ বিষয়ে একটি চুক্তি হতে পারে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী, তাদের মধ্যে একটি দেশ আক্রমণের শিকার হলে, তাকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, চুক্তিতে তুরস্কের সম্ভাব্য যোগদান একটি নতুন নিরাপত্তা জোটের পথ প্রশস্ত করবে, যা মধ্যপ্রাচ্য এবং তার বাইরেও ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে পারে।

তুরস্ক এমন সময় চুক্তিটিতে যোগদানের কথা বিবেচনা করছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

পাকিস্তান ও তুরস্কের মধ্যে দীর্ঘস্থায়ী সামরিক সম্পর্ক রয়েছে, বেশ কয়েকটি প্রতিরক্ষা প্রকল্পে সহযোগিতা করছে উভয় দেশ। আঙ্কারা পাকিস্তানের নৌবাহিনীকে কর্ভেট যুদ্ধজাহাজ সরবরাহ করছে। তুরস্ক বর্তমানে পাকিস্তান ওে সৌদি আরবের সঙ্গে ড্রোন প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কর্মসূচিতে উভয় দেশকে জড়িত করার চেষ্টা করছে তারা।

গত বছরের ১৭ সেপ্টেম্বর পাকিস্তান ও সৌদি আরব এসএমডিএ চুক্তিতে স্বাক্ষর করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সৌদি আরব সফরের সময় এ চুক্তি সই হয়, যা কয়েক দশক ধরে চলমান নিরাপত্তা অংশীদারিত্বকে আরো জোরদার করে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...