কারাবন্দি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করার অনুমতির জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সেই সঙ্গে ইমরান খানের বেআইনি নির্জন কারাবাস প্রত্যাহার করে নেওয়ার আবেদনও জানানো হয়েছে। খবর দ্য ডনের।
আদিয়ালা কারাগারের সামনে অবস্থান কর্মসূচি শেষ করে রাওয়ালপিন্ডিতে সমাবেশ করার সিদ্ধান্ত নিলে পাঞ্জাব পুলিশ পিটিআইয়ের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগ করে। মঙ্গলবার মধ্যরাতের পর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বার্তায় পিটিআই জানিয়েছে, পুলিশের অভিযানে তাদের বেশ কয়েকজন কর্মী গ্রেপ্তার ও আহত হয়েছেন।
ব্যারিস্টার সৈয়দ আলি জাফরসহ প্রায় ১৭ জন সিনেটরের একটি দল সংবিধানের ১৯৯ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে আবেদন করেন। আবদনে পাঞ্জাব স্বরাষ্ট্র বিভাগ এবং আদিয়ালা জেল সুপারিনটেনডেন্টকে বিবাদী করা হয়েছে।
আবেদনে ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে নির্জন কারাবাস এবং অন্যান্য অমানবিক আচরণের কথিত বেআইনি ও অসাংবিধানিক আচরণকে চ্যালেঞ্জ জানানো হয়। আবেদন অনুসারে, অব্যাহত নির্জন কারাবাস নির্যাতনের শামিল এবং মৌলিক অধিকার লঙ্ঘন করে।
ব্যারিস্টার আলী জাফর বলেন, সংসদীয় তদারকি ও মানবমর্যাদা এবং আইনের শাসন রক্ষার সাংবিধানিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই সিনেটররা আদালতের শরণাপন্ন হয়েছেন।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


জাতিসংঘের বিকল্প হতে পারে ‘শান্তি বোর্ড’: ট্রাম্প