গাজায় ইসরাইলি আগ্রাসন যেন থামছেই না। ১০ অক্টোবর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার আওতায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু সেই চুক্তি মূলত কাগজে-কলমেই সীমাবদ্ধ। বাস্তবতা একেবারেই ভিন্ন। যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি হামলায় প্রায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একদিকে বোমা, অন্যদিকে শীতকালীন ঝড়Ñসব মিলিয়ে আরো মানবিক সংকটে পড়েছেন ফিলিস্তিনিরা। বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে শত শত অস্থায়ী শিবির। তাঁবুসহ অন্যান্য ত্রাণসামগ্রী প্রবেশে ইসরাইলি বাহিনী বাধা দেওয়ায় আরো বিপাকে পড়েছেন ফিলিস্তিনিরা। ফলে শীত থেকে রেহাই পেতে বিভিন্ন অবকাঠামোর ধ্বংসাবশেষ সংগ্রহ করে আবারও অস্থায়ী শিবির গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের কাছে রাতভর হামলা চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। এতে আহত হয়েছেন একই পরিবারের পাঁচ সদস্য। এদের মধ্যে এক শিশুও রয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, আহত বাবা, মা ও তাদের তিন কন্যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভোরে ইসরাইলি সেনারা যখন শহরের কেন্দ্রস্থলে অভিযান চালাচ্ছিল, তখন ইসরাইলি বসতি স্থাপনকারীরা পরিবারটির ওপর হামলা চালায়। এছাড়া আর-রাম শহরে এক যুবককে গুলি করে আহত করেছে আইডিএফ।
শুধু হামলাই নয়, ভেঙে ফেলা হচ্ছে নূর শামস শরণার্থী শিবিরের ২৫টি আবাসিক ভবন। চলতি সপ্তাহেই বাড়ি ভাঙার পরিকল্পনা করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। নূর শামস মূলত তুলকারেম গভর্নরেটের অন্তর্ভুক্ত। এর গভর্নর আবদুল্লাহ কামিল বলেছেন, ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কো-অর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাকটিভিটিজ ইন দ্য টেরিটরিজ-সিওজিএটি তাকে এই পরিকল্পিত ধ্বংসের বিষয়ে অবহিত করেছে।
অন্যদিকে, গাজা যুদ্ধাপরাধ তদন্ত আটকাতে ইসরাইলি আবেদন প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। সোমবার আদালতের আপিল বিভাগ ইসরাইলের করা একাধিক আইনি চ্যালেঞ্জের মধ্যে সর্বশেষ এই আবেদনটি নাকচ করে দেয়। একইসঙ্গে বিচারকরা নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রাখারও আদেশ দেয়। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ৭ অক্টোবর, ২০২৩ তারিখে দক্ষিণ ইসরাইলে হামাসের নেতৃত্বাধীন হামলার পর গাজায় ইসরাইলের যুদ্ধে কথিত অপরাধ তদন্তের অন্তর্ভুক্ত করা যাবে।
এই সিদ্ধান্ত আদালতের ফিলিস্তিনি তদন্ত অব্যাহত রাখার পথ পরিষ্কার করে, যার ফলে গত বছরের নভেম্বরে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। ইসরাইল বরাবরই নেদারল্যান্ডসের হেগভিত্তিক এই আদালতের এখতিয়ার স্বীকার করে না।
ইসরাইল বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে বলে দাবি করে আসছে হামাস। হামাসের এমন দাবি এবার তদন্ত করা হবে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এ কথা নিশ্চিত করেছেন হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শনিবার পশ্চিম গাজা শহরের আল-নাবুলসি স্কয়ারের কাছে রাদ সাদের গাড়ি লক্ষ করে হামলা চালালে তিনিসহ চারজন নিহত হন। গাজার সরকারি মিডিয়া অফিসের মতে, ইসরাইল এ পর্যন্ত প্রায় ৮০০ বার চুক্তি লঙ্ঘন করে হত্যা করেছে ৩৮৬ জনকে।
ট্রাম্প প্রশাসন জনসমক্ষে এই লঙ্ঘনের বিষয়ে নীরবতা পালন করলেও রাদ সাদের হত্যাকাণ্ড যুদ্ধবিরতি চুক্তিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনাকে জটিল করে তুলতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


সুদানে আরেকটি গাজা তৈরি করছে ব্রিটেন
ভারতে ভোটার তালিকা সংশোধনে হুমকিতে গণতন্ত্র ও মুসলিমরা