আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, চারজনের মৃত্যু

আমার দেশ অনলাইন

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, চারজনের মৃত্যু

হংকংয়ের তাই পো শহরের একাধিক আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন উদ্ধারকর্মীসহ অন্তত চারজন নিহত হয়েছেন।

এক বিবৃতিতে হংকংয়ের সরকার জানিয়েছে, স্থানীয় সময় বেলা পৌনে তিনটার দিকে ওয়াং ফুক কোর্টের একাধিক বহুতল ভবনে অগ্নিকাণ্ড হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ওই ঘটনার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ভবনগুলো থেকে আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। এবং ভবনগুলোতে অনেকে আটকা পড়েছেন বলে জানা যাচ্ছে।

আগুন নিয়ন্ত্রণ ও আটকেপড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন