স্যুভেনির বিক্রিতে তুরস্কের রেকর্ড ১ বিলিয়ন ডলার আয়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৬: ২৩
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৬: ৩৬

তুরস্কে স্মৃতিচিহ্ন বা স্যুভেনির কিনতে ২০২৫ সালের প্রথম ছয় মাসে বিদেশি পর্যটকরা ব্যয় করেছে রেকর্ড ১.০৫ বিলিয়ন ডলার। শনিবার (৩ আগস্ট) হুররিয়েত ডেইলি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

তুর্কি পরিসংখ্যান ইনস্টিটিউটের (TÜİK) প্রকাশিত তথ্যে দেখা যায়, এই খাতে আয়ের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। ২০২৪ সালের জানুয়ারি-জুনে এই আয় ছিল ৯০৪ মিলিয়ন ডলার।

প্রতিবেদনে বলা হয়, পর্যটকরা সবচেয়ে বেশি কিনেছে ম্যাগনেট, তুর্কি মিষ্টি (Turkish delight), শুকনো ফল, কার্পেট-কিলিম ও টেক্সটাইলজাত পণ্য। এগুলো স্থানীয় সংস্কৃতির স্মারক হিসেবে ব্যাপক জনপ্রিয়।

চলতি বছরের প্রথমার্ধে তুরস্কে মোট পর্যটন আয় দাঁড়িয়েছে ২৫.৭৮ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ৭.৬ শতাংশ বেশি। একই সময়ে দেশটিতে বিদেশি পর্যটক এসেছে ২৫.৫৩ মিলিয়ন, যা পূর্ব বছরের তুলনায় ১.৭ শতাংশ বৃদ্ধি।

বিশ্লেষকদের মতে, স্মৃতিচিহ্ন কেনাকাটা এখন তুরস্কের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত