আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান পাকিস্তানের

আমার দেশ অনলাইন
১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান পাকিস্তানের
ছবি: জিও নিউজ

১৯৬৭ সালের নির্ধারিত সীমান্ত অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মঙ্গলবার সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি এ আহ্বান জানান। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

পোস্টে ফিলিস্তিনিদের প্রতি ইসলামাবাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। মিশরে গাজা শান্তি সম্মেলন থেকে বিদায় নেয়ার পর দেয়া পোস্টে তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা, মর্যাদা এবং সমৃদ্ধি পাকিস্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

বিজ্ঞাপন

তিনি লেখেন, ১৯৬৭ সালের সীমান্ত এবং আল কুদস আল শরিফকে রাজধানী করে একটি শক্তিশালী এবং কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা পাকিস্তানের মধ্যপ্রাচ্য নীতির মূল ভিত্তি ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করে বলেন, ‘পাকিস্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ছিল গাজায় গণহত্যা অবিলম্বে বন্ধ করা। গাজায় রক্তপাত বন্ধ করার যে প্রতিশ্রুতি প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছিলেন, তিনি তা বাস্তবায়ন করেছেন।’

সোমবার মিশরে গাজা শান্তি শীর্ষ সম্মেলনে যুদ্ধ বন্ধে চুক্তি স্বাক্ষর হয়। এর মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের দুই বছরের গণহত্যার অবসান ঘটে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন