আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৬ বাংলাদেশি আটক

আমার দেশ অনলাইন

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৬ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানে বিশেষ অভিযান চালিয়ে ৭৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সেরেমবান ও নিলাই এলাকার ১৩টি স্থানে এই অভিযান পরিচালিত হয়। আটকদের মধ্যে ২৬ জন বাংলাদেশি রয়েছেন।

বিজ্ঞাপন

ইমিগ্রেশন নেগেরি সেম্বিলানের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, সকাল ৯টা থেকে রাত ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৩৯৫ জন বিদেশিকে যাচাইবাছাই করা হয়। আটককৃতদের বয়স ১৯ থেকে ৪৭ বছরের মধ্যে, তাদের মধ্যে ৭১ জন পুরুষ এবং ছয়জন নারী।

আটকদের মধ্যে ইন্দোনেশিয়ার চারজন, পাকিস্তানের ১০ জন, বাংলাদেশের ২৬ জন, থাইল্যান্ডের ছয়জন, মিয়ানমারের পাঁচজন এবং ভারতের ২৬ জন রয়েছেন। নিলাইয়ে একটি সাবান উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে সর্বাধিক ৫৫ জনকে আটক করা হয়। অভিযান শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কেনিথ তান বলেন, জনসাধারণের অভিযোগ এবং এক সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটকদের বিরুদ্ধে বৈধ পাস ও ভ্রমণ নথি না থাকা, মেয়াদোত্তীর্ণ অবস্থান এবং অন্যান্য অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এসব অপরাধ মালয়েশিয়ার অভিবাসন আইন, ১৯৫৯/৬৩; পাসপোর্ট আইন, ১৯৬৬ এবং অভিবাসন বিধিমালা, ১৯৬৩-এর আওতাভুক্ত।

আটক ব্যক্তিদের বর্তমানে তদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নেগেরি সেম্বিলানের লেংগেং অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে। এ ছাড়া অবৈধ অভিবাসী নিয়োগ বা আশ্রয় প্রদানকারী যেকোনো নিয়োগকর্তা বা ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তান।

এসআর/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন