
আমার দেশ অনলাইন

ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলান যিনি ইতোমধ্যে দেয়ালে টেপ দিয়ে আটকানো কলা ‘কমেডিয়ান’ শিল্পকর্মের জন্য ব্যাপক পরিচিত। তারই আর একটি অদ্ভুত শিল্পকর্ম হচ্ছে ১৮ ক্যারেট বিশুদ্ধ সোনার ২২০ পাউন্ড ওজনের টয়লেট 'আমেরিকা'। ২০১৬ সালে নিউইয়র্কের গুগেনহাইম জাদুঘরের বাথরুমে প্রদর্শিত এই টয়লেট দেখতে ভিড় জমিয়েছিলেন প্রায় লাখখানেক দর্শক।
তবে প্রদর্শনের তিন বছর পর ২০১৯ সালে, চুরি হয়ে যায় এই শিল্পকর্মটি। ব্রিটেনের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস থেকে চুরি হয় এটি। তবে অভিযুক্তদের ধরা গেলেও টয়লেটটির খোঁজ মেলেনি। ধারণা করা হয়, সোনার মূল্যেই এটি কেটে বা গলিয়ে ফেলা হয়েছে।
তবে এখানেই শেষ নয় 'আমেরিকা'র কাহিনি। শিল্পকর্মটি একসময় ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে হোয়াইট হাউসে প্রদর্শনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল যার বিনিময়ে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম ধার চেয়েছিল। তবে গুগেনহাইম মিউজিয়ামের সেই প্রস্তাব স্বাভাবিকভাবেই উপেক্ষিত হয়।
ক্যাটেলান আগেই জানিয়েছিলেন, তিনি এই শিল্পকর্মের একাধিক সংস্করণ তৈরি করেছিলেন। এবার সেই দ্বিতীয় সংস্করণটি উঠছে নিলামে—নিউইয়র্কের সোথেবি'সের আয়োজনে আগামী ১৮ নভেম্বর।
২০১৭ সাল থেকে এটি এক ব্যক্তিগত সংগ্রহে ছিল। এবার নিলামের আগে ১০ দিনের জন্য সোথেবি'সের নতুন সদরদপ্তরের চতুর্থ তলার বাথরুমে প্রদর্শিত হবে এটি। তবে এবার কেউ এটি ব্যবহার করতে পারবে না। সোথেবি'সের সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপারিন মজা করে বলেন, 'দরজা খোলা থাকবে, কিন্তু ব্যবহার নিষেধ।
সাধারণত নিলামে কোনো শিল্পকর্মের শুরুমূল্য আগে থেকে নির্ধারিত থাকে। কিন্তু 'আমেরিকা'র দাম শুরু হবে সোনার বাজারদর অনুযায়ী, যা বর্তমানে প্রায় এক কোটি ডলার সমমূল্যের। এর সঙ্গে যুক্ত হবে শিল্পকর্মটির প্রতীকী বা শিল্পমূল্য—যা সংগ্রাহকদের আগ্রহ অনুযায়ী আরও বাড়তে পারে।
গ্যালপারিন বলেন, ‘প্রাথমিক মূল্য সোনার দামের সঙ্গে সামঞ্জস্য করে রাখা হয়েছে, যা এই শিল্পকর্মের ভাবধারাকেই প্রতিফলিত করে—একটি শিল্পকর্মের নান্দনিক মূল্যের সঙ্গে এর বস্তুগত মূল্যের পার্থক্য তুলে ধরার জন্য।
সূত্র: সিএনএন

ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলান যিনি ইতোমধ্যে দেয়ালে টেপ দিয়ে আটকানো কলা ‘কমেডিয়ান’ শিল্পকর্মের জন্য ব্যাপক পরিচিত। তারই আর একটি অদ্ভুত শিল্পকর্ম হচ্ছে ১৮ ক্যারেট বিশুদ্ধ সোনার ২২০ পাউন্ড ওজনের টয়লেট 'আমেরিকা'। ২০১৬ সালে নিউইয়র্কের গুগেনহাইম জাদুঘরের বাথরুমে প্রদর্শিত এই টয়লেট দেখতে ভিড় জমিয়েছিলেন প্রায় লাখখানেক দর্শক।
তবে প্রদর্শনের তিন বছর পর ২০১৯ সালে, চুরি হয়ে যায় এই শিল্পকর্মটি। ব্রিটেনের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস থেকে চুরি হয় এটি। তবে অভিযুক্তদের ধরা গেলেও টয়লেটটির খোঁজ মেলেনি। ধারণা করা হয়, সোনার মূল্যেই এটি কেটে বা গলিয়ে ফেলা হয়েছে।
তবে এখানেই শেষ নয় 'আমেরিকা'র কাহিনি। শিল্পকর্মটি একসময় ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে হোয়াইট হাউসে প্রদর্শনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল যার বিনিময়ে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম ধার চেয়েছিল। তবে গুগেনহাইম মিউজিয়ামের সেই প্রস্তাব স্বাভাবিকভাবেই উপেক্ষিত হয়।
ক্যাটেলান আগেই জানিয়েছিলেন, তিনি এই শিল্পকর্মের একাধিক সংস্করণ তৈরি করেছিলেন। এবার সেই দ্বিতীয় সংস্করণটি উঠছে নিলামে—নিউইয়র্কের সোথেবি'সের আয়োজনে আগামী ১৮ নভেম্বর।
২০১৭ সাল থেকে এটি এক ব্যক্তিগত সংগ্রহে ছিল। এবার নিলামের আগে ১০ দিনের জন্য সোথেবি'সের নতুন সদরদপ্তরের চতুর্থ তলার বাথরুমে প্রদর্শিত হবে এটি। তবে এবার কেউ এটি ব্যবহার করতে পারবে না। সোথেবি'সের সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপারিন মজা করে বলেন, 'দরজা খোলা থাকবে, কিন্তু ব্যবহার নিষেধ।
সাধারণত নিলামে কোনো শিল্পকর্মের শুরুমূল্য আগে থেকে নির্ধারিত থাকে। কিন্তু 'আমেরিকা'র দাম শুরু হবে সোনার বাজারদর অনুযায়ী, যা বর্তমানে প্রায় এক কোটি ডলার সমমূল্যের। এর সঙ্গে যুক্ত হবে শিল্পকর্মটির প্রতীকী বা শিল্পমূল্য—যা সংগ্রাহকদের আগ্রহ অনুযায়ী আরও বাড়তে পারে।
গ্যালপারিন বলেন, ‘প্রাথমিক মূল্য সোনার দামের সঙ্গে সামঞ্জস্য করে রাখা হয়েছে, যা এই শিল্পকর্মের ভাবধারাকেই প্রতিফলিত করে—একটি শিল্পকর্মের নান্দনিক মূল্যের সঙ্গে এর বস্তুগত মূল্যের পার্থক্য তুলে ধরার জন্য।
সূত্র: সিএনএন

পেজেশকিয়ান বলেন, “কেবল ভবন ধ্বংস করলেই আমাদের অগ্রগতি থেমে যাবে না। আমাদের বিজ্ঞানীরা প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা এখনো ধরে রেখেছেন। ধ্বংসপ্রাপ্ত স্থাপনাগুলো আমরা আরও উন্নত প্রযুক্তিতে পুনর্গঠন করবো।” প্রেসিডেন্টের এই বক্তব্যের ভিডিও তাঁর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
বেশিরভাগ ইসরাইলি ইহুদি বিশ্বাস করেন, কারাগারে ধর্ষণের সন্দেহভাজনদের ফৌজদারি অভিযোগের মুখোমুখি করা উচিত নয়। এর আগে জুলাইয়ের শেষের দিকে অভিযোগের বিষয়ে কমপক্ষে নয়জন ইসরাইলি সৈন্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, যা ইসরাইল জুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছিল।
১০ ঘণ্টা আগে
নাইজেরিয়ায় খ্রিস্টান নাগরিকদের হত্যার ঘটনায় সেনাবাহিনী পাঠানোর হুমকিকে স্বাগত জানিয়েছে নাইজেরিয়া। নাইজেরিয়ার রাষ্ট্রপতির মুখপাত্র ড্যানিয়েল বোয়ালা জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান দিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে লড়াই করে তবে তারা যুক্তরাষ্ট্রের এই সহায়তাকে
১০ ঘণ্টা আগে
ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় শহর ক্যামব্রিজের কাছে একটি ট্রেনে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে ১১ যাত্রী আহত হয়েছেন। রোববার এ ঘটনায় দুই ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে জানায় দেশটির পুলিশ।
১০ ঘণ্টা আগে