জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করা হবে বলে সতর্ক করে দিয়েছে ইরান। স্থানীয় সময় শনিবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এ ঘোষণা দেয়। খবর প্রেস টিভির।
শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের ওপর থেকে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিষয়ে একটি খসড়া প্রস্তাব পাস করতে ব্যর্থ হয়। এর একদিন পরেই আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করার হুমকি দিলো ইরান।
এক বিবৃতিতে পারমাণবিক ইস্যুতে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির নেয়া পদক্ষেপের নিন্দা জানানো হয়। তেহরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ।
গত ২৮ আগস্ট তিনটি ইউরোপীয় দেশ ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য ৩০ দিনের একটি প্রক্রিয়া শুরু করে। এরপরেই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহারের জন্য প্রস্তাব আনা হয়। তিন দেশের দাবি, তেহরান ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি লঙ্ঘন করেছে। ওই চুক্তির মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা।
ইরানের প্রেসিডেন্টে মাসুদ পেজেশকিয়ান তিনটি ইউরোপীয় দেশের পদক্ষেপকে ‘অবিবেচনাপ্রসূত’ বলে অভিহিত করেছে।
তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে নিষেধাজ্ঞা পুনর্বহাল হলেও ইরান তা অতিক্রম করতে সক্ষম হবে।
আরএ


ফিলিস্তিনকে আজ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য