ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০: ২১
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। তিনি বলেন, গাজা ও কাতারে সাম্প্রতিক ইসরাইলি হামলার জন্য সম্মিলিত প্রতিক্রিয়া জানানো প্রয়োজন। সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

সুদানি বলেন, কাতারে ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন। তার মতে, ইসরাইলের কর্মকাণ্ড পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘মুসলিম দেশগুলো আত্মরক্ষার জন্য একটি যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করতে পারবে না, এর কোনো কারণ নেই। আরব ও ইসলামিক দেশগুলোকে একটি ব্যাপক রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলা প্রয়োজন।’

কাতারের ওপর ইসরাইলের হামলার ফলে সৃষ্ট বিপর্যয় মোকাবেলায় সোমবার জরুরি শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিতে রোববার দোহায় আরব ও ইসলামি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সময় তিনি এসব কথা বলেন।

এই সমাবেশে দীর্ঘ প্রস্তাবিত যৌথ আরব সামরিক বাহিনী সক্রিয় হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা প্রায় এক দশক আগে প্রথম উদ্যোগ নিয়েছিল মিশর।

ইরাকি প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, ইসরাইলকে নিরস্ত করার জন্য ইসলামিক বিশ্বের কাছে ‘অনেক ধরণের হাতিয়ার’ রয়েছে। তিনি সতর্ক করে বলেন যে কাতারে হামলার মধ্য দিয়েই ইসরাইলি আগ্রাসন থামবে না।’ তিনি প্রায় দুই বছর ধরে গাজায় যে পদ্ধতিগত হত্যাকাণ্ড ঘটেছে তা উল্লেখ করেন।

সূত্র: বার্তা সংস্থা আনাদোলু

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত