শতাধিক মানবাধিকার সংস্থার চিঠি
আমার দেশ অনলাইন
গাজায় ত্রাণ সরবরাহকে ‘অস্ত্র হিসেবে’ ব্যবহার না করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে অক্সফামসহ শতাধিক মানবাধিকার সংস্থা। এ বিষয়ে একটি একটি যৌথ চিঠিতে স্বাক্ষর করেছে সংস্থাগুলো। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
অক্সফাম এবং মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) সহ মানবাধিকার সংগঠনগুলো বলছে, গাজায় ক্ষুধা ও অপুষ্টির সংকট দিন দিন বাড়ছে। ইসরাইলের কঠোর বিধিনিষেধ মেনে না চললে, তাদের ত্রাণ সরবরাহের অনুমোদন দেয়া হবে না বলে জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ফিলিস্তিনি কর্মীদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান না করলে মানবাধিকার গোষ্ঠীগুলোকে নিষিদ্ধ করার হুমকি দেওয়া হয়েছে।
তবে ত্রাণ সরবরাহের ওপর বিধিনিষেধ আরোপের কথা অস্বীকার করছে ইসরাইল। তারা বলছে, মার্চ মাসে ঘোষিত বিধিনিষেধ নিশ্চিত করে যে ত্রাণ কার্যক্রম ইসরাইলের ‘জাতীয় স্বার্থ’ অনুসারে পরিচালিত হচ্ছে।
চিঠিতে বলা হয়, বেশিরভাগ আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ২ মার্চ থেকে জীবন রক্ষাকারী সামগ্রীর একটি ট্রাক নিয়েও গাজায় প্রবেশ করতে পারেনি।
তারা বলেছে, ইসরাইলি কর্তৃপক্ষ ‘নতুন নিয়মের দোহাই দিয়ে জীবন রক্ষাকারী সরঞ্জাম গাজায় প্রবেশের অনুরোধ প্রত্যাখ্যান করছে।’ শুধুমাত্র জুলাই মাসেই ৬০টির বেশি এ ধরনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইসরাইলি।
সাহায্য সংস্থাগুলো ত্রাণ কার্যক্রম চালাতে না পারায় গাজায় হাসপাতালগুলোতে মৌলিক সরবরাহ বন্ধ হয়ে গেছে। শিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্করা ক্ষুধাসহ নানা ধরনের প্রতিরোধযোগ্য অসুস্থতায় মারা যাচ্ছেন।
গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনার প্রস্তুতি হিসেবে ইসরাইল যখন সেখানে বোমাবর্ষণ তীব্রতর করছে, তখন এই বিবৃতি দিলো মানবাধিকার সংস্থাগুলো।
ইসরাইল বলেছে, তারা যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক জনগোষ্ঠীকে মানবিক সহায়তা প্রদান করবে। তবে ইসরাইল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হবে কিনা তা নির্দিষ্ট করে বলা হয়নি।
জাতিসংঘ চলতি মাসেই জানিয়েছে, গত মে মাস থেকে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রে ৮৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে তা অস্বীকার করেছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন।
আরএ
গাজায় ত্রাণ সরবরাহকে ‘অস্ত্র হিসেবে’ ব্যবহার না করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে অক্সফামসহ শতাধিক মানবাধিকার সংস্থা। এ বিষয়ে একটি একটি যৌথ চিঠিতে স্বাক্ষর করেছে সংস্থাগুলো। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
অক্সফাম এবং মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) সহ মানবাধিকার সংগঠনগুলো বলছে, গাজায় ক্ষুধা ও অপুষ্টির সংকট দিন দিন বাড়ছে। ইসরাইলের কঠোর বিধিনিষেধ মেনে না চললে, তাদের ত্রাণ সরবরাহের অনুমোদন দেয়া হবে না বলে জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ফিলিস্তিনি কর্মীদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান না করলে মানবাধিকার গোষ্ঠীগুলোকে নিষিদ্ধ করার হুমকি দেওয়া হয়েছে।
তবে ত্রাণ সরবরাহের ওপর বিধিনিষেধ আরোপের কথা অস্বীকার করছে ইসরাইল। তারা বলছে, মার্চ মাসে ঘোষিত বিধিনিষেধ নিশ্চিত করে যে ত্রাণ কার্যক্রম ইসরাইলের ‘জাতীয় স্বার্থ’ অনুসারে পরিচালিত হচ্ছে।
চিঠিতে বলা হয়, বেশিরভাগ আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ২ মার্চ থেকে জীবন রক্ষাকারী সামগ্রীর একটি ট্রাক নিয়েও গাজায় প্রবেশ করতে পারেনি।
তারা বলেছে, ইসরাইলি কর্তৃপক্ষ ‘নতুন নিয়মের দোহাই দিয়ে জীবন রক্ষাকারী সরঞ্জাম গাজায় প্রবেশের অনুরোধ প্রত্যাখ্যান করছে।’ শুধুমাত্র জুলাই মাসেই ৬০টির বেশি এ ধরনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইসরাইলি।
সাহায্য সংস্থাগুলো ত্রাণ কার্যক্রম চালাতে না পারায় গাজায় হাসপাতালগুলোতে মৌলিক সরবরাহ বন্ধ হয়ে গেছে। শিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্করা ক্ষুধাসহ নানা ধরনের প্রতিরোধযোগ্য অসুস্থতায় মারা যাচ্ছেন।
গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনার প্রস্তুতি হিসেবে ইসরাইল যখন সেখানে বোমাবর্ষণ তীব্রতর করছে, তখন এই বিবৃতি দিলো মানবাধিকার সংস্থাগুলো।
ইসরাইল বলেছে, তারা যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক জনগোষ্ঠীকে মানবিক সহায়তা প্রদান করবে। তবে ইসরাইল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হবে কিনা তা নির্দিষ্ট করে বলা হয়নি।
জাতিসংঘ চলতি মাসেই জানিয়েছে, গত মে মাস থেকে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রে ৮৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে তা অস্বীকার করেছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন।
আরএ
ভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৩২ মিনিট আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৪৪ মিনিট আগেগাজায় সাফল্য অর্জনের জন্য যে অনুকূল পরিস্থিতি পেয়েছিল ট্রাম্পের প্রধান কূটনৈতিক মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও তার দল, সেটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তৈরি করা কঠিন হতে পারে, কারণ এই যুদ্ধ প্রায় চার বছর ধরে চলছে।
১ ঘণ্টা আগেইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে।
২ ঘণ্টা আগে