মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৯: ১০
আপডেট : ১৫ মে ২০২৫, ০৯: ২০

মেক্সিকোর ওয়াক্সাকা ও পিউবলা রাজ্যের সংযোগকারী মহাসড়কে বুধবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স

বিজ্ঞাপন

পিউবলা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল আগুইলার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেন, ৩টি যানবাহনের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম লা হোর্নাদা সূত্রে জানা যায়, একটি সিমেন্টবোঝাই ট্রাক বিপজ্জনকভাবে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি একটি যাত্রীবাহী ভ্যানকে সজোরে আঘাত করে এবং শেষ পর্যন্ত রাস্তা থেকে ছিটকে একটি গভীর খাদে পড়ে গিয়ে আগুন ধরে যায়।

মেক্সিকোর দুর্গম, পাহাড়ি অঞ্চলগুলোর আঁকাবাঁকা ও বিপজ্জনক সড়কে প্রায়ই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চলতি বছরের মার্চ মাসেও ওয়াক্সাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১১ জনের মৃত্যু হয়। আর ২০২৩ সালে একটি বাস খাদে পড়ে প্রাণ হারান ২৯ জন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত