আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় ইসরাইলি হামলায় ৫৮ হাজার ছাড়ালো মৃতের সংখ্যা

আতিকুর রহমান নগরী

গাজায় ইসরাইলি হামলায় ৫৮ হাজার ছাড়ালো মৃতের সংখ্যা
ছবি: আল জাজিরা

গাজায় বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। রোববার একদিনেই নিহত হয়েছেন আরো কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা ইসরাইলের হামলায় মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়ে গেলো। খবর আল জাজিরার।

গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, রোববার গাজা সিটির একটি ব্যস্ত বাজারে হামলায় নিহত হন ১৭ জন। নিহতদের মধ্যে একজন বিখ্যাত চিকিৎসক আহমেদ কান্দিল।

বিজ্ঞাপন

এছাড়া নুসাইরাত শরণার্থী শিবিরে, একটি পানি সংগ্রহস্থলে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে সাতজনই শিশু। তারাও পানি আনতে গিয়ে ইসরাইলি হামলার শিকার হয়। এতে আরো ১৭ জন আহত হয়েছে।

গাজার বাজারে হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরাইল কর্তৃপক্ষ। তবে নুসাইরাত শরণার্থী শিবিরে এক হামাস যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরাইল।

রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের সামরিক অভিযানে নিশ্চিত মৃতের সংখ্যা ৫৮ হাজার ২৬ জনে দাঁড়িয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহতদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। আহত হয়েছে কমপক্ষে এক লাখ ৩৮ হাজার ৫০০ জন ফিলিস্তিনি।

ইসরাইলের অব্যাহত হামলা ও অবরোধের ফলে গাজার ২১ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

এদিকে, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা, ইউনিসেফ জানিয়েছে, জুন মাসে দেখা যায় গাজায় ৫,৮০০ জনের বেশি শিশু অপুষ্টিতে ভুগছে। যার মধ্যে ১,০০০ জনেরও বেশি শিশুর অবস্থা গুরুতর।

ইউনিসেফ এবং জাতিসংঘের আরো সাতটি সংস্থা যৌথ বিবৃতি জারি করে সতর্ক করে দিয়েছে যে, গাজায় জ্বালানি সরবরাহে ইসরাইলের অবরোধের ফলে উপত্যকায় হাসপাতাল, পানি ব্যবস্থা, স্যানিটেশন নেটওয়ার্ক এবং অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে যাওয়ার হুমকি তৈরি হচ্ছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...