ট্রাম্পকে বর্ণবাদী-ইসলামবিদ্বেষী বললেন লন্ডনের মেয়র

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৪১
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৪৪
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী, নারীবিদ্বেষী এবং ইসলামবিদ্বেষী বলে অভিহিত করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। লন্ডনে সাদিক খান শরিয়া আইন চালু করবেন, ট্রাম্পের এমন দাবির প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। খবর সিএনএনের

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে ট্রাম্প সাদিক খানকে ‘ ভয়ংকর মেয়র’ হিসেবে আখ্যা দেন। দাবি করেন, সাদিক খান লন্ডনে শরিয়া আইন চালু করতে চান।

বিজ্ঞাপন

লন্ডনের প্রথম মুসলিম এই মেয়র বুধবার সাংবাদিকদের বলেন, ‘মানুষ ভাবছে যে এই মুসলিম মেয়রের মধ্যে কী আছে যিনি একটি উদার, বহু-সাংস্কৃতিক, প্রগতিশীল এবং সফল শহর পরিচালনা করেন। এরঅর্থ হলো প্রেসিডেন্ট ট্রাম্প সব সময় আমাকে নিয়ে ভাবছেন।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি, ডোনাল্ড ট্রাম্প বর্ণবাদী, নারীবিদ্বেষী এবং ইসলামবিদ্বেষী।’

তার মন্তব্যের প্রতিক্রিয়ায়, হোয়াইট হাউজের মুখপাত্র ডেভিস ইঙ্গেল সিএনএনকে বলেন, ‘মেয়র খান স্পষ্টতই ট্রাম্প ‘ডিরেঞ্জমেন্ট সিনড্রোমে’ ভুগছেন এবং মেয়র হিসেবে তিনি ভয়াবহ কাজ করেছেন। তার অনিয়ন্ত্রিত অভিবাসন নীতি লন্ডনে সহিংস অপরাধকে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছে।’

সাদিক খানের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে লেখেন, ‘সাদিক খান লন্ডনে শরিয়া আইন আরোপের চেষ্টা করছেন না’”

তিনি বলেন, ‘সাদিক খান এমন একজন মেয়র যিনি ভিন্নমতের পক্ষে দাঁড়িয়েছেন, আমাদের পরিবহন, বায়ু, রাস্তাঘাট, নিরাপত্তা, আমাদের পছন্দ এবং সুযোগ উন্নত করার দিকে মনোনিবেশ করেছেন। তিনি আমাদের মেয়র বলে আমি গর্বিত।’

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত