ফিলিপাইনে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১০: ৪২
ছবি: সংগৃহীত

ফিলিপাইনে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে এ ভূমিকম্প হয়। শনিবার যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এতথ্য জানায়।

তবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

দেশটির দাভাও অক্সিডেন্টাল প্রদেশ থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ভূগর্ভের ১০১ কিলোমিটার নিচে ভূমিকম্পটির উৎপত্তি।

বার্তা সংস্থা এএফপি জানায়, ‘ভূমিকম্পটি তেমন শক্তিশালী ছিল না, তবে বিভিন্ন অফিসের টেবিল এবং কম্পিউটারগুলো (প্রায় পাঁচ সেকেন্ড) কেঁপে উঠেছিলো।’

ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

প্রশান্ত মহাসাগরীয় 'রিং অব ফায়ার'-এ অবস্থিত ফিলিপাইনে প্রায় প্রতিদিনই ভূমিকম্প হয়। জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত তীব্র ভূমিকম্পপ্রবণ অঞ্চল।

ভূমিকম্পের বেশিরভাগই এত সূক্ষ্ম হয় যে মানুষের দ্বারা শনাক্ত করা সম্ভব নয়। তবে শক্তিশালী এবং ধ্বংসাত্মক ভূমিকম্পগুলো অপ্রত্যাশিতভাবে ঘটে। যার সময় বা অবস্থান পূর্বাভাস দেওয়ার জন্য কোনো প্রযুক্তি এখনো নেই।

২৪ জুন, দক্ষিণ ফিলিপাইন থেকে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প হয়।

দাভাও দ্বীপ থেকে প্রায় ৩৭৪ কিলোমিটার পূর্বে এই ভূমিকম্প আঘাত হানে।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত