ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তানি সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১৫: ১১

কাশ্মিরের নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে ভারতীয় গোয়েন্দা কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানি সেনাবাহিনী। আকাশসীমা লঙ্ঘন করায় পাক সেনারা গুলি চালিয়ে ড্রোনটি ভূপাতিত করে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

ডন জানিয়েছে, পেহেলগামে হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই আজাদ কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানি সেনাবাহিনী।

সোমবার কাশ্মিরের ভিম্বার জেলার মানওয়ার সেক্টরে ভারতীয় ওই ড্রোনটি ভূপাতিত করা হয়। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত রেডিও পাকিস্তান এবং পিটিভি নিউজ জানিয়েছে, ‘পাকিস্তান আকাশসীমা লঙ্ঘন করায় নিয়ন্ত্রণরেখা বরাবর একটি ভারতীয় গোয়েন্দা ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে।’

নিরাপত্তা সূত্র জানায়, ‘শত্রুপক্ষ নজরদারির চেষ্টা করছিল, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর সময়োপযোগী পদক্ষেপে তা ব্যর্থ হয়েছে।’

পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় ড্রোন ভূপাতিত করার ঘটনাকে নিজেদের সতর্কতা, পেশাদারিত্ব ও প্রতিরক্ষাগত প্রস্তুতির প্রমাণ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে জানানো হয়, শত্রুদের যেকোনও আগ্রাসনের তাৎক্ষণিক এবং কার্যকর জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত। দেশের জনগণও পুরোপুরি সেনাবাহিনীর পাশে রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত