আগামী ২৮ ডিসেম্বর রাশিয়ার ভস্তোচনি কসমোড্রোম থেকে সয়ুজ লঞ্চারের মাধ্যমে তিনটি ইরানি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। রাশিয়ার আধুনিকতম এই উৎক্ষেপণ কেন্দ্রটি সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অংশীদারিত্বে নানা ধরনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উপগ্রহ উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হয়ে আসছে।
ইরানি কর্তৃপক্ষের মতে, এ তিনটি স্যাটেলাইট দেশের কৃষি খাতের উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশ পর্যবেক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ভূমির ব্যবহার, জলসম্পদ, বনাঞ্চল, ফসলের স্বাস্থ্য এবং পরিবেশগত পরিবর্তন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা সম্ভব হবে, যা নীতি নির্ধারণ ও গবেষণায় সহায়ক হবে।
প্রকল্পের সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা বলছেন, এই স্যাটেলাইটগুলো ইরানের নিজস্ব মহাকাশ গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার আরেকটি অগ্রগতি। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি স্যাটেলাইট তৈরি ও কক্ষপথে পাঠানোর ক্ষেত্রে নিজেদের প্রযুক্তিগত দক্ষতা বাড়িয়ে চলেছে।
ইরানের নূর সংবাদ সংস্থা জানিয়েছে, এর আগে চলতি বছরের জুলাই মাসে রাশিয়ার সয়ুজ বাহক রকেটের মাধ্যমে একটি ইরান-নির্মিত টেলিযোগাযোগ স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়। সেই সফলতার পর উভয় দেশ মহাকাশ সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করতে আগ্রহ প্রকাশ করে। নতুন এই মিশনকে সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে দেখা হচ্ছে।
মহাকাশ খাতে রাশিয়া-ইরান সহযোগিতা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে, যা দুই দেশের প্রযুক্তি বিনিময় এবং যৌথ গবেষণা কর্মসূচিকে আরও গতিশীল করবে।
সূত্র: আল আরাবিয়া
এসআর

