হার্ভার্ড শিক্ষার্থীদের ভিসা বাতিল করল ট্রাম্প

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১১: ৪৮
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার একটি নির্বাহী আদেশে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন বা কোনো কর্মসূচিতে অংশ নিতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছেন।

ট্রাম্পের ভাষ্য, “হার্ভার্ডের বিদেশি সংযোগ এবং চরমপন্থার ইতিহাস রয়েছে।”

বিজ্ঞাপন

নির্বাহী আদেশে বলা হয়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যেন হার্ভার্ডে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী এই নির্বাহী আদেশের আওতায় পড়ে, তাদের বিদ্যমান ভিসা বাতিলের বিষয়টি বিবেচনা করে।

হার্ভার্ড দাবি করেছে, প্রশাসন তাদের ওপর প্রতিশোধ নিচ্ছে, কারণ তারা ট্রাম্পের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম, শিক্ষক-কর্মীদের আদর্শ এবং পরিচালনায় হস্তক্ষেপ মেনে নেয়নি। সূত্র: আল জাজিরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত