প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করছে পাকিস্তান ও ইন্দোনেশিয়া

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১৬: ৩৮
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৯: ৫৯
ছবি সংগৃহীত

প্রতিরক্ষাসহ বহুমুখী দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদারে আগ্রহী পাকিস্তান ও ইন্দোনেশিয়া। আজ বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে বৈঠক করেন ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) সাজাফ্রি সাজামসোয়েদ্দিন। বৈঠকে এ আগ্রহের কথা জানান তারা। খবর এক্সপেস ট্রিবিউনের।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে সাক্ষাত করেন ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্র্রী সাজামসোয়েদ্দিন। বৈঠকে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরো জোরদার করতে আগ্রহী জাকার্তা। বিশেষ করে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র আরো বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং জনগণের প্রতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন সাজামসোয়েদ্দিন।

অপরদিকে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পারস্পরিক লাভজনক প্রকল্পে যৌথ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রতিরক্ষার পাশাপাশি অর্থনৈতিক, কৌশলগত ও বাণিজ্যখাতসহ সকল ক্ষেত্রে ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব রয়েছে। যা অভিন্ন সাংস্কৃতিক, ধর্মীয় এবং ঐতিহাসিক বন্ধনের ওপর ভিত্তি করে তৈরি। আন্তর্জাতিক ফোরামে দেশ দুইটি একে অপরকে সমর্থন করে বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে বহুমুখী দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত