জানা গেল পাকিস্তানে ঈদ কবে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ২০: ২২
পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন জানিয়েছে, আগামী ৭ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। ছবি: অ্যারাবিয়ান বিজনেস

পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) জানিয়েছে, আগামী ৭ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

সংস্থাটি পূর্বাভাস দিয়েছে যে, চাঁদ দেখা সাপেক্ষে ইসলামী চান্দ্র ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের প্রথম দিন ২৯ মে হবে বলে আশা করা হচ্ছে। এই পূর্বাভাসের ভিত্তিতে ৭ জুন শনিবার ঈদুল আজহা উদযাপিত হবে।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানী ড. ফাহিম হাশমিও জানিয়েছেন যে, জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, ২৭ মে পাকিস্তানে জিলহজের চাঁদ দেখার কোনো সম্ভাবনা না থাকায় ৭ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

অন্যদিকে, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা ৬ জুন উদযাপিত হবে বলে আশা করা হচ্ছে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি এমনটাই জানিয়েছে। সেই হিসাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৬ জুন কোরবানির ঈদ উদযাপিত হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত