কাশ্মির সীমান্তের এলওসিতে ঈদ উদ্‌যাপন করলেন পাক সেনাপ্রধান

মোহাম্মদ শামসুদ্দীন
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ২০: ৩০
আপডেট : ০৯ জুন ২০২৫, ২০: ৩৩

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বিরোধপূর্ণ কাশ্মির সীমান্তের লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর পাক সৈন্যদের সঙ্গে ঈদুল আজহা উদ্‌যাপন করেছেন।

আসিম মুনির ঈদুল আজহার দিনে সৈন্যদের সঙ্গে ঈদ জামাতে শরিক হন। তিনি ঈদ উদ্‌যাপনের সময় সেনাবাহিনীর স্থাপনাগুলো পর্যবেক্ষণে গিয়েছিলেন বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) জানিয়েছে। সীমান্তে পৌঁছানোর পর সেনাপ্রধানকে রাওয়ালপিন্ডি কোরের কমান্ডার স্বাগত জানান।

বিজ্ঞাপন

তিনি পাক সৈন্যদের ত্যাগ এবং যুদ্ধ প্রস্তুতির প্রশংসা করেছেন। তিনি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করে বলেন, 'পেহেলগামের সন্ত্রাসী হামলার' পরবর্তী ভারতীয় আক্রমণের যথোপযুক্ত জবাব দেওয়া হয়েছে। পাক সেনাপ্রধান কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তানের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

জেনারেল মুনির সম্মুখ সৈন্য ও কর্মকর্তাদের বলেন, প্রিয়জনদের থেকে দূরে ঈদ উদ্‌যাপন করা জাতির প্রতি গভীর প্রতিশ্রুতিরই প্রতিফলন।

ঈদুল আজহার নামাজ শেষে দোয়ায় পাকিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে এবং দেশের জন্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত