আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাম্পের যে সিদ্ধান্তে কমলো জ্বালানি তেলের দাম

আমার দেশ অনলাইন

ট্রাম্পের যে সিদ্ধান্তে কমলো জ্বালানি তেলের দাম

ইরান ও ইসরাইল যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াবেন কি না, সেই সিদ্ধান্ত নিতে দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ সময় নিয়েছেন। আর এমন খবর সামনে আসার পরেই বিশ্ববাজারে তেলের দাম পড়ে যায়। জ্বালানি তেলের দাম শুক্রবার কমলেও সাপ্তাহিক বাজার টানা তৃতীয়বারের মতো ঊর্ধ্বমুখী রয়েছে।

ফিউচার মার্কেটে ব্রেন্টের অপরিশোধিত প্রতি ব্যারেল তেলের দাম ১ দশমিক ৮৯ ডলার বা ২ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৯৬ ডলার। তবে সাপ্তাহিক বাজার হিসাবে নিলে এটি এখনও প্রায় ৪ শতাংশ বাড়তি রয়েছে।

বিজ্ঞাপন

ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে জুলাই মাসের অপরিশোধিত তেলের দর বৃহস্পতিবার পর্যন্ত স্থির হয়নি। এদিন যুক্তরাষ্ট্রে সরকারি ছুটি ছিল। শুক্রবার এর দর স্থির হওয়ার কথা। তবে শুক্রবার বাজারের সর্বশেষ খবর অনুযায়ী ব্যারেলপ্রতি দাম ৮২ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৭৫ দশমিক ৯৬ ডলারে দাঁড়িয়েছে। আর অগাস্ট মাসের জন্য করা চুক্তিতে ২৭ সেন্ট বা দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৭৭ ডলারে।

গত বৃহস্পতিবার ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের আঘাত এবং তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার খবরে তেলের দাম এক লাফে প্রায় তিন শতাংশ বেড়ে যায়।

ইসরাইল এবং ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশ ইরান— কেউই এখন পর্যন্ত যুদ্ধে নমনীয় হওয়ার আভাস দেয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন