মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে শিগগিরই স্থলপথে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন বাহিনীর উদ্দেশ্যে ভিডিও ভাষণে তিনি একথা বলেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ, তাকে উৎখাতের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। খবর সিএনএনের।
ল্যাটিন আমেরিকা অঞ্চলে কয়েক গত সপ্তাহ ধরে মার্কিন বাহিনী মোতায়েন করা হচ্ছে। যার মধ্যে একটি বিমানবাহী রণতরী, গোপন যুদ্ধবিমান এবং হাজার হাজার সেনা রয়েছে।
ট্রাম্প বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনারা ভেনেজুয়েলার মাদক পাচারকারীদের ঠেকাতে কাজ করছেন। সমুদ্রপথে এখন খুব বেশি মাদকবাহী নৌযান আসছে না।’
তিনি আরো বলেন, ‘আপনারা সম্ভবত লক্ষ্য করেছেন পাচারকারীরা সমুদ্রপথে মাদক পরিবহন করতে চাইছে না। তাদের ঠেকাতে আমরা স্থলপথেও হামলা করবো।’
তিনি জানান, খুব শিগগিরই স্থলপথে এই হামলা শুরু হতে যাচ্ছে।
ট্রাম্প সতর্ক করে বলেন, ‘আমরা তাদের সতর্ক করছি, আমাদের দেশে বিষ পাঠানো বন্ধ করুন।’
ল্যাটিন অ্যামেরিকা অঞ্চলে পেন্টাগন ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ নামে যে অভিযান পরিচালনা করেছে, তার অংশ হিসেবে মার্কিন সেনাবাহিনী এই অঞ্চলে এক ডজনেরও বেশি যুদ্ধজাহাজ এবং ১৫ হাজার সেনা মোতায়েন করেছে। মাদক পাচার বিরোধী অভিযানের অংশ হিসেবে নৌযানে হামলায় ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
আরএ


হংকংয়ে আবাসিক কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে, নিহত বেড়ে ৯৪