রাশিয়ার রাজধানী মস্কোতে একটি থানার বাইরে বোমা বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। এর মাত্র দুই দিন আগেই একই এলাকায় গাড়িবোমা হামলায় রাশিয়ার সেনাবাহিনীর জেনারেল ফানিল সারভারোভ নিহত হন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মস্কোর ইয়েলেতস্কায়া সড়কে অবস্থিত থানার কাছে বুধবার ভোরে বিস্ফোরণটি ঘটে।
রুশ তদন্ত কমিটির বরাতে জানা গেছে, থানা ও পুলিশের একটি গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা এক সন্দেহভাজন ব্যক্তির কাছে দুই পুলিশ সদস্য এগিয়ে যান। এ সময় ওই ব্যক্তি নিজ কাছে থাকা বিস্ফোরক ডিভাইস সক্রিয় করলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে ট্রাফিক পুলিশের দুই সদস্য এবং ঘটনাস্থলে উপস্থিত আরেক ব্যক্তি নিহত হন। নিহত পুলিশ সদস্যদের একজনের বয়স ২৪ বছর এবং অন্যজনের বয়স ২৫ বছর। ২৫ বছর বয়সী পুলিশ সদস্যের স্ত্রী ও মাত্র ৯ মাসের একটি সন্তান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ হামলার পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত নয়। তবে রাশিয়ার অভ্যন্তরে এর আগে এমন হামলার ঘটনায় ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: রয়টার্স
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

