আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরায়েলি হামলায় গাজায় একদিনে ৫৩ জন নিহত

স্টাফ রিপোর্টার

ইসরায়েলি হামলায় গাজায় একদিনে ৫৩ জন নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলির বাহিনীর উন্মত্ততা থামছেই না। তাদের হামলায় গত ২৪ ঘণ্টায় আরো ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। এতে গাজায় নিহতের সংখ্যা ৫২ হাজার ২০০ ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর দুই হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২৮ এপ্রিল এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

আল-জাজিরা জানায়, গতকাল গাজাজুড়ে ইসরায়েলিদের নারকীয় হামলায় ৫৩ জন নিহত হয়েছেন। বিভিন্ন হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। আজ (২৮ এপ্রিল) ভোরের দিকে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু জানায়, গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫২ হাজার ২৪৩ জনে পৌঁছেছে। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আক্রমণে আহত আরো ১১৫ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। এতে এযাবৎ আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৭ হাজার ৬৩৯ জনে পৌঁছেছে। অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা সেখানে যেতে পারেননি।

প্রসঙ্গত, ইসরায়েলের বর্বর এসব হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...