আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মিনেসোটার বিক্ষোভের বিরুদ্ধে জরুরি আইন প্রয়োগের হুমকি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

মিনেসোটার বিক্ষোভের বিরুদ্ধে জরুরি আইন প্রয়োগের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার একটি জরুরি আইন প্রয়োগের হুমকি দিয়েছেন। এই আইন অভ্যন্তরীণভাবে সেনাবাহিনী মোতায়েনের অনুমতি দেবে। বুধবার ফেডারেল এজেন্টদের গুলিতে এক ব্যক্তি আহত হন এবং এর আগে গত সপ্তাহে এক নারী নিহত হওয়ার ঘটনায় মিনেসোটায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ওই উত্তরাঞ্চলীয় শহরগুলোতে ট্রাম্প প্রশাসনের ব্যাপক অভিবাসন অভিযানে সংঘটিত সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভকারীরা।

বিজ্ঞাপন

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে ১৯ শতকের ‘ইনসার্কশন অ্যাক্ট’ বা বিদ্রোহ আইন প্রয়োগের হুমকি পুনর্ব্যক্ত করেছেন। এই আইন গত তিন দশকেরও বেশি সময় ধরে ব্যবহার করা হয়নি। বৃহস্পতিবার এক পোস্টে ট্রাম্প লেখেন, “যদি মিনেসোটার দুর্নীতিবাজ রাজনীতিবিদেরা আইন মানতে ব্যর্থ হন এবং পেশাদার আন্দোলনকারী ও বিদ্রোহীদের আইসিইর দেশপ্রেমিক কর্মকর্তাদের ওপর হামলা ঠেকাতে না পারেন, তাহলে আমি ইনসার্কশন অ্যাক্ট প্রয়োগ করব।”

ন্যাশনাল গার্ড মোতায়েনের উদ্যোগে আদালতের বাধা ও বিক্ষোভকে কেন্দ্র করে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেছেন। অভিবাসনবিরোধী কর্মসূচি জোরদার করতে গিয়ে তিনি এসব প্রতিবন্ধকতার বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছেন।

এদিকে মিনেসোটার ডেমোক্র্যাট গভর্নর টিম ওয়ালজ ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে “মিনেসোটার জনগণের ওপর সংগঠিত বর্বর অভিযান” চালানোর অভিযোগ তোলেন। তিনি বাড়িঘরে ভাঙচুর, গর্ভবতী নারীদের রাস্তায় টেনে নামানো এবং গত ৭ জানুয়ারি ৩৭ বছর বয়সি রেনি গুডের হত্যার মতো ঘটনার কথা উল্লেখ করেন।

ওয়ালজ শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়ে বলেন, “আমাদের শক্তভাবে কিন্তু শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে হবে।” একই সঙ্গে তিনি ট্রাম্প ও হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েমকে উদ্দেশ করে বলেন, “এই দখলদারিত্ব বন্ধ করুন—আপনারা যথেষ্ট করেছেন।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...