ইকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুম্মা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক এবং পার্শ্ববর্তী শেখপাড়া বাজার সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
মিছিলে তারা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; হাদি ভাই কবরে, খুনি কেনো বাহিরে; বিচার বিচার বিচার চাই,হাদি হত্যার বিচার চাই; ইন্টারিম কি করে, দিনদুপুরে মানুষ মারে; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকাসহ বিভিন্ন স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আজ শহীদ ওসমান হাদি হত্যার ৩৫ দিন পার হয়ে হলেও একটা কালো শক্তির কারণে বিচার ব্যর্থ হয়েছে। চব্বিশের অভ্যুত্থান পরবর্তী দেশে আমাদের আশা ছিলো এই দেশে ন্যায় ও ইনসাফ কায়েম হবে। কিন্তু এতগুলো দিন পার হয়ে গেলেও আমরা এই হত্যাকাণ্ডে উল্লেখযোগ্য কোন অগ্রগতি দেখিনি। শহীদ ওসমান হাদিকে আমরা আমাদের স্মৃতিপট থেকে মুছে যেতে দেবনা। তার আধিপত্যবাদ বিরোধী চেতনাকে আধিপত্যবাদীরা বুজতে পেরে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। আমরা হাদি ভাইয়ের উত্তরসূরি, আমরা হাদি ভাই হত্যার বিচার চাই।
এছাড়া অবিলম্বে ইন্টেরিম সরকারকে দ্রুত সময়ের মধ্যে শুটার ফয়সাল, হাদি হত্যার আদেশদাতা ও পরিকল্পনাকারীসহ সবাইকে সামনে আনা এবং বিচারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার দাবি জানান তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

