আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, গাজার বাসিন্দাদের ইচ্ছা করেই অনাহারে রাখছে ইসরাইলি কর্তৃপক্ষ।
গতকাল সোমবার সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘অধিকৃত গাজা উপত্যকায় অনাহারের এক উদ্দেশ্যমূলক আক্রমণ চালিয়ে আসছে ইসরাইল। এর মাধ্যমে স্থানীয় ফিলিস্তিনিদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা ও সামাজিক কাঠামো ধ্বংস করা হচ্ছে।’
এদিকে সোমবার ইসরাইলি আগ্রাসনের জেরে ছড়িয়ে পড়া দুর্ভিক্ষের ফলে ক্ষুধায় আগের ২৪ ঘণ্টায় ২ শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে ক্ষুধায় গাজায় সর্বমোট ১১২ শিশুসহ ২৬৩ জনের মৃত্যু হয়েছে।

