আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডিভি লটারি কর্মসূচি স্থগিত করলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ডিভি লটারি কর্মসূচি স্থগিত করলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

গ্রিন কার্ড লটারি কর্মসূচি স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান, ট্রাম্পের নির্দেশে তিনি যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসকে (ইউএসসিআইএস) গ্রিন কার্ড লটারি কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছেন। খবর এনডিটিভির।

ব্রাউন ইউনিভার্সিটি ও এমআইটিতে গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পেয়েছিলেন ডিভি বা গ্রিন কার্ড লটারি কর্মসূচির মাধ্যমে। এর জেরে বৃহস্পতিবার এই কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

ক্রিস্টি নোয়েম বলেন, ‘ওই ব্যক্তিকে আমাদের দেশে কখনই অনুমতি দেয়া উচিত ছিল না।’

ব্রাউন ইউনিভার্সিটিতে গুলি চালানোর ঘটনায় সন্দেহভাজন ক্লদিও নেভেস ভ্যালেন্তে পর্তুগাল থেকে যুক্তরাষ্ট্রে আসেন গ্রিন কার্ড কর্মসূচির মাধ্যমে। ২০১৭ সালে বৈধ স্থায়ী বসবাসের মর্যাদা পান তিনি।

ডাইভারসিটি ভিসা প্রোগ্রামের মাধ্যমে প্রতি বছর লটারির মাধ্যমে ৫০ হাজার পর্যন্ত গ্রিন কার্ড দেয়া হয়। এই কর্মসূচিটি মূলত সেসব দেশের নাগরিকদের জন্য, যাদের যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা তুলনামূলকভাবে কম। তবে কংগ্রেসে এই কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত।

২০২৫ সালের ভিসা লটারির জন্য প্রায় দুই কোটি মানুষ আবেদন করেছিলেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন