আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে আলোচনা: ট্রাম্প

আমার দেশ অনলাইন

আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে আলোচনা: ট্রাম্প
ফাইল ছবি

পারমাণববিক চুক্তির বিষয়ে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মাঝে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার নেদারল্যান্ডসের হেগে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনের ফাঁকে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিলো যে ইরানের সাথে এরপর কী হবে এবং যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান পরমাণু সামগ্রী সরিয়ে ফেলতে পেরেছিলো কি-না।

জবাবে ট্রাম্প বলেছেন, এগুলো সরানোর সময় ইরানের হাতে ছিল না। এগুলো খুবই ভারী, সরানো খুবই কঠিন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যারা শান্তি চায় তাদের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প।

রুবিও বলেন, আলোচনা আবার শুরু হবে কি-না তা নির্ভর করবে ইরান এতে অংশ নিতে আগ্রহী কি-না তার ওপর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন