শক্তিশালী ঝড়ে ভেঙে পড়েছে স্ট্যাচু অব লিবার্টির প্রায় ৪০ মিটার উঁচু একটি রেপ্লিকা। তবে ঘটনাটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নয়, ব্রাজিলের দক্ষিণাঞ্চলের গুইবা শহরের।
স্থানীয় কর্তৃপক্ষ ও স্থাপনাটির মালিকানা কোম্পানি জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার বিকালে দক্ষিণ ব্রাজিলজুড়ে তীব্র ঝড় বয়ে যাওয়ার সময় গুইবা শহরে অবস্থিত এই রেপ্লিকাটি ধসে পড়ে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হাভান নামের একটি বড় খুচরা বিপণি প্রতিষ্ঠানের পার্কিং লটে ও একটি ফাস্ট-ফুড রেস্তোরাঁর পাশে স্থাপিত ছিল মূর্তিটি।
ভিডিও ফুটেজে দেখা যায়, প্রবল বাতাসের চাপে বিশাল মূর্তিটি দুলতে দুলতে হেলে পড়ে এবং একপর্যায়ে ভেঙে যায়। মাটিতে আছড়ে পড়ার পর মূর্তিটির মাথার অংশ সম্পূর্ণ চূর্ণ হয়ে যায়।
প্রতিবেদনে আরো বলা হয়, গুইবা শহরের একটি ম্যাকডোনাল্ডসের বিপরীতে অবস্থিত হাভানের পার্কিং লটে থাকা এই প্রায় ৪০ মিটার (১১৪ ফুট) উঁচু স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকাটি ব্রাজিলজুড়ে থাকা এমন কয়েক ডজন অনুরূপ মূর্তির একটি। ধসে পড়ার ফলে মূর্তির প্রায় ২৪ মিটার (৭৮ ফুট) উঁচু উপরের অংশ ক্ষতিগ্রস্ত হলেও ১১ মিটার (৩৬ ফুট) উঁচু বেদিটি অক্ষত রয়েছে।
হাভান এক বিবৃতিতে জানিয়েছে, ২০২০ সালে স্টোরটি চালু হওয়ার পর থেকেই মূর্তিটি সেখানে স্থাপিত হয় এবং এটি প্রয়োজনীয় সব কারিগরি সনদপ্রাপ্ত ছিল। দুর্ঘটনার পরপরই ক্রেতা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকা ঘিরে ফেলা হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই বিশেষজ্ঞ দল ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

