ইসরাইলের জন্য অস্ত্র নিচ্ছে সৌদি জাহাজ, আটক জেনোয়া বন্দরে

দ্য ক্রেডেল
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২৩: ৫৮
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০০: ১৭

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলের জন্য অস্ত্র নিয়ে যাওয়া একটি সৌদি জাহাজ আটক হয়েছে ইতালির জেনোয়া বন্দরে। গত শুক্রবার ওই বন্দরের কর্মীরা সৌদি আরবের পতাকাবাহী ‘বাহরি ইয়ানবু’ নামের জাহাজটি আটক করে। কর্মীরা জানান, জাহাজটি ইসরাইলের জন্য নির্ধারিত অস্ত্র বহন করছিল।

‘বাহরি ইয়ানবু’ জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে যাত্রা করে জেনোয়া বন্দরে পৌঁছেছিল। সেখান থেকে নতুন করে অস্ত্র বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু জেনোয়া বন্দরের কর্মীরা জানতে পারেন যে, জাহাজে আগে থেকেই অস্ত্র ও গোলাবারুদ রয়েছে, যা ইসরাইলে পাঠানো হবে। এরপর ইউনিয়নের প্রায় ৪০ জন কর্মী জাহাজে প্রবেশ করে ‘ইসরাইলগামী’ অস্ত্রের চালানটি শনাক্ত করেন বলে দাবি করেন।

বিজ্ঞাপন

জেনোয়ার অটোনোমাস কালেক্টিভ অব পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়নের জোসে নিভোই বলেছেন, আমরা যুদ্ধের জন্য কাজ করি না। তিনি জানান, সৌদির জাহাজের এই অস্ত্র ‘চোরাচালান’ ধরা পড়ার পর অস্ত্র চোরাচালান বন্ধে জেনোয়া বন্দর কর্তৃপক্ষ একটি স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে।

এ ঘটনার পর জেনোয়া বন্দর শ্রমিকরা অস্ত্র পরিবহণের বিরুদ্ধে তাদের অবস্থান আরও জোরদার করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত