আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজার বাসিন্দারা বাস্তবেই অনাহারে: ট্রাম্প, নেতানিয়াহুর অস্বীকৃতি

আমার দেশ অনলাইন

গাজার বাসিন্দারা বাস্তবেই অনাহারে: ট্রাম্প, নেতানিয়াহুর অস্বীকৃতি
ছবি: বার্তা সংস্থা রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবরুদ্ধ গাজার অধিবাসীরা প্রকৃতপক্ষেই অনাহারে রয়েছেন। স্থানীয় সময় সোমবার স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে এক বৈঠকে তিনি একথা বলেন। গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতির জন্য ইসরাইলের ‘অনেক দায়’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।

ট্রাম্প বলেন, ‘গাজায় অনেক মানুষ অনাহারে রয়েছেন। অনেক মানুষকে এখনো বাঁচানো সম্ভব।’

বিজ্ঞাপন

তিনি জানান, ‘আমরা খাদ্য বিতরণ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছি। প্রবেশাধিকার সহজ করার জন্য এতে কোন সীমানা থাকবে না। গাজার জনগণকে খাদ্য ও স্যানিটেশনসহ অন্যান্য মানবিক সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সঙ্গে কাজ করবে।’

বাস্তবেই গাজার মানুষ অনাহারে রয়েছে ট্রাম্পের এমন মন্তব্য ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু’র বক্তব্যের বিপরীত। নেতানিয়াহু রোববার বলেছিলেন, ‘গাজায় কেউ অনাহারে নেই।’ সেইসঙ্গে গাজা শাসনকারী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

তবে সোমবার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে নেতানিয়াহু গাজার পরিস্থিতিকে ‘কঠিন’ বলে বর্ণনা করে বলেছেন, অবরুদ্ধ উপত্যকায় ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে ইসরাইল কাজ করছে।

নেতানিয়াহু বলেন, ‘গাজা উপত্যকায় বিপুল পরিমাণ মানবিক সাহায্য পৌঁছানোর জন্য ইসরাইল আন্তর্জাতিক সংস্থাগুলোর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাবে।’

এদিকে, অব্যাহত ইসরাইলি অবরোধের কারণে একদিনে অনাহারে মারা গেছে আরো কমপক্ষে ১৪ জন। এদেরমধ্যে দুটি শিশুও রয়েছে বলে সোমবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইল গাজায় আগ্রাসন শুরুর পর অপুষ্টিজনিত কারণে এখন পর্যন্ত মারা গেছে ১৪৭ জন। যাদের মধ্যে ৮৮ জনই শিশু।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন